EXPLAINED | India A vs Australia A: ১৬১ রানে খেল খতম! অস্ট্রেলিয়ায় থরহরিকম্প ভারতের... রাহুল শুনলেন, 'ব্র্যাডম্যান নও'
KL Rahul Fails For India A Ahead Of Australia Tests: চূড়ান্ত ট্রোলড হচ্ছেন কেএল রাহুল! ১৬১ রানে শেষ ভারতের ইনিংস
1/6
ভারত বনাম নিউ জিল্যান্ড
2/6
ভারত বনাম অস্ট্রেলিয়া
২২ নভেম্বর থেকে শুরু মহাযুদ্ধ। আপাতত সেদিকেই সকলের চোখ। অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফি। অজিদের বিরুদ্ধে ফ্ল্যাগশিপ ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। ১৯৯১-৯২ সালের পর এই প্রথম বর্ডার-গাভাসকর ট্রফিতে পাঁচ টেস্টের সিরিজ। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ভারতের ভরাডুবি দেখার পরেই অনেকে বলতে শুরু করে দিয়েছেন যে, ভারত গো হারা হারবে ডনের দেশে!
photos
TRENDING NOW
3/6
ইন্ডিয়া এ বনাম অস্ট্রেলিয়া এ
মহারণে নামার আগে গা ঘামাচ্ছে টিম ইন্ডিয়া। এই মুহূর্তে ইন্ডিয়া এ ও অস্ট্রেলিয়া এ চারদিনের বেসরকারি টেস্ট খেলছে। প্রথম টেস্ট অস্ট্রেলিয়া ৭ উইকেটে জিতেছিল। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে দ্বিতীয় বেসরকারি টেস্ট। ইন্ডিয়া এ প্রথম দিনই হামাগুড়ি দিল মেলবোর্নে। মাত্র ১৬১ রানে গুটিয়ে গেল প্রথম ইনিংস! মিসেল নেসার ৪ উইকেট নিয়েছেন। ৩ উইকেট নিয়েছেন বিউ ওয়েবস্টার। অস্ট্রেলিয়া ব্য়াট হাতে মাঠে নেমে পড়েছে। ৫৩ রানে তাদের ২ উইকেট চলে গেছে। ১০৮ রানে পিছিয়ে অজিরা।
4/6
কেএল রাহুল ও ধ্রুব জুরেল
বর্ডার-গাভাসকর ট্রফির আগে কেএল রাহুল ও ধ্রুব জুরেলকে ম্য়াচ প্র্যাকটিস দেওয়ার জন্য, জাতীয় দলের নির্বাচকরা তাঁদের জুড়ে দিয়েছেন ইন্ডিয়া এ ও অস্ট্রেলিয়া এ দলের দ্বিতীয় বেসরকারি টেস্টে। দলের ভরাডুবিতেও জুরেল মান রেখেছেন। তরুণ উইকেটকিপার-ব্যাটার ছয়ে নেমে ঝকঝকে ৮০ রানের ইনিংস খেলেছেন। যেখানে দলের বাকি ব্য়াটাররা দাঁড়াতেই পারলেন না, সেখানে জুরেল ১৮৬ বলের ইনিংসে ৬টি চার ও ২টি ছয় মেরেছেন।
5/6
কেএল রাহুলকে নিয়ে ফের সমালোচনা শুরু
6/6
বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতের স্কোয়াড
photos