বিশ্বের বৃহত্তম স্বাস্থ্যপ্রকল্প 'মোদী কেয়ার' কী? কারা সুবিধা পাবেন?

Aug 24, 2018, 23:18 PM IST
1/11

আয়ুষ্মান ভারত

MODI _11

পোশাকি নাম আয়ুষ্মান ভারত। দল বলছে 'মোদী কেয়ার'। ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে চালু হচ্ছে বিশ্বের সর্ববৃহত্‍ সরকারি স্বাস্থ্যবিমা প্রকল্প।   

2/11

আয়ুষ্মান ভারত

MODI _10

১৫ অগস্ট লালকেল্লায় প্রধানমন্ত্রী ঘোষণা করেন, প্রধানমন্ত্রীর ঘোষণা, ''আগামী ২৫ সেপ্টেম্বর দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে চালু হবে 'প্রধানমন্ত্রী জনআরোগ্য অভিযান'। আর চিকিত্সার জন্য ধার করতে হবে মধ্যবিত্ত ও গরিবদের''। ২০১১-র আর্থ-সামাজিক সমীক্ষার ডেটাবেসে নাম থাকা গরিব পরিবারগুলি সরাসরি চলে আসবে প্রকল্পের আওতায়। আলাদা করে নাম নথিভুক্ত করতে হবে না।

3/11

আয়ুষ্মান ভারত

MODI _9

প্রকল্পের আওতায় আসবেন দেশের ১০ কোটি পরিবারের ৫০ কোটি গরিব মানুষ।  

4/11

আয়ুষ্মান ভারত

MODI _8

সরকারি স্বাস্থ্যবিমায় দিতে হবে না কোনও প্রিমিয়াম।

5/11

আয়ুষ্মান ভারত

MODI _17

সরকারি এবং নথিভুক্ত বেসরকারি হাসপাতালে বছরে ৫ লক্ষ টাকার ক্যাশলেস চিকিত্‍সা পরিষেবা মিলবে। 

6/11

আয়ুষ্মান ভারত

MODI _6

প্রকল্পের খরচের ষাট শতাংশ বহন করবে কেন্দ্র। রাজ্যগুলিকে দিতে হবে চল্লিশ শতাংশ।

7/11

আয়ুষ্মান ভারত

MODI _5

প্রকল্প রূপায়ণে রাজ্যস্তরে গঠিত হবে স্টেট হেল্থ এজেন্সি। তাদের মাধ্যমেই খরচ হবে টাকা। 

8/11

আয়ুষ্মান ভারত

MODI _4

গ্রাম-শহরে মোদী কেয়ারের আওতায় কারা আসবেন তা ঠিক করতে তৈরি হয়েছে নানা মাপকাঠি।  

9/11

আয়ুষ্মান ভারত

MODI _3

তফশিলি জাতি-উপজাতি, আদিবাসী, গৃহহীন, জমিহীন, কাঁচা বাড়ির বাসিন্দা, পরিবারে শারীরিকভাবে সক্ষম পূর্ণবয়স্ক ব্যক্তি নেই, পরিবারের সবাই মহিলা - এমন গ্রামবাসীরা আয়ুষ্মান ভারতের আওতায় আসবেন।   

10/11

আয়ুষ্মান ভারত

MODI _2

শহরাঞ্চলে হকার, নির্মাণ শ্রমিক, পরিবহণ কর্মী, গৃহ পরিচারক, ভিক্ষুক-সহ নিম্ন আয়ের পেশার সঙ্গে যাঁরা যুক্ত তাঁরা সবাই সরকারি স্বাস্থ্যবিমার সুবিধা পাবেন।

11/11

আয়ুষ্মান ভারত

MODI _1

আয়ুষ্মান ভারত প্রকল্পে স্বাস্থ্যবিমা সংস্থাগুলির লাভ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।