দেশের জন্য কিছু করতে হবে বলে পড়াশুনো ছেড়েছিলেন, সোনা জিতলেন সেই ছেলে

Aug 28, 2018, 20:18 PM IST
1/5

বাবা কৃষক। কিন্তু তাই বলে ছেলের জেদ কম নয়। দ্বাদশ শ্রেণির পর প্রাতিষ্ঠানিক পড়াশুনো যখন তিনি ছাড়েন বলেছিলেন, দেশের জন্য কিছু করতে চাই। কঠোর একাগ্রতা আর অধ্যাবসায়ে করেও দেখালেন তিনি। এশিয়ান গেমসে পুরুষদের ৮০০ মিটারে দেশের হয়ে সোনা জিতলেন হরিয়ানার মনজিত্ সিং। 

2/5

মঙ্গলবার এশিয়ান গেমসে ভারতের হয়ে নবম সোনা জেতেন। তার পরই পরিবারে শুরু হয় উত্সব। শুভেচ্ছা জানাতে মনজিতের বাড়ি পৌঁছে যান পাড়া-পড়শিরা। 

3/5

মঙ্গলবার ১.৪৬.১৫ সেকেন্ডে দৌড় শেষ করে সোনা জিতেছেন মনজিত। এক চুলের জন্য পিছিয়ে পড়ায় রুপো জিতেছেন ভারতেরই জিনসন জনসন। 

4/5

হরিয়ানার উঝানা গ্রামের বাসিন্দা মনজিত্ দ্বাদশ শ্রেণির পর প্রাতিষ্ঠানিক পড়াশুনো ছেড়ে দেন। গত ৫ বছর ধরে খেলায় মন দেন তিনি। মনজিতের বাবা রণধীর সিং একজন কৃষক। ৩০ একর জমি রয়েছে মনজিতদের। সেখানেই চাষবাস করেন তিনি। 

5/5

আন্তর্জাতিক মঞ্চে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারত দীর্ঘ কয়েক দশক ধরে তেমন কিছুই করে দেখাতে পারেনি। দেশের দীর্ঘদিনের সেই দুর্বলতা কাটছে মনজিতদের হাত ধরে।