Father's Day 2024: জানেন, ফাদার্স ডে'র পিছনে আছে এক বাবার করুণ মৃত্যুর কাহিনি?
Father's Day: মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম শুরু হয় ফাদার্স ডে। ১৯১০-এর ১৯ জুন প্রথম উদযাপন করা হয় ওয়াশিংটনের স্পোকেনে। এই ধারণাটি প্রথম দিয়েছিলেন সনোরা ডড নামে এক মহিলা।
1/6
ফাদার্স ডে
2/6
ফাদার্স ডে
মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম শুরু হয় ফাদার্স ডে। ১৯১০-এর ১৯ জুন প্রথম উদযাপন করা হয় ওয়াশিংটনের স্পোকেনে। এই ধারণাটি প্রথম দিয়েছিলেন সনোরা ডড নামে এক মহিলা। জানা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ায় মাইন দুর্ঘটনায় প্রায় ১০০-র বেশি মানুষ মারা যান। সেই দুর্ঘটনার কবলে পড়ে প্রয়াত হন সনোরা ডডের বাবা। সেই কারণেই ঘটনার কিছু বছর পর সনোরা তাঁর বাবা উইলিয়াম জ্যাকসন স্মার্টের স্মৃতিতে ফাদার্স ডে পালন করার কথা বলেন।
photos
TRENDING NOW
3/6
ফাদার্স ডে
4/6
ফাদার্স ডে
5/6
ফাদার্স ডে
6/6
ফাদার্স ডে
photos