World Rainforest Day: কাকে বলে বৃষ্টি অরণ্য? কী ভাবে সমৃদ্ধ করে সাধারণ মানুষকে?

World Rainforest Day: ২০১৭ সালে রেইনফরেস্ট পার্টনারশিপ নামক সংস্থা এই দিবসটি পালনের কথা বলে৷ সেই থেকে প্রতি বছর তারিখটি বিশ্ব বৃষ্টি অরণ্য দিবস রূপে পালিত হয়ে আসছে।   

| Jun 22, 2023, 19:37 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আজ বিশ্ব বৃষ্টি অরণ্য দিবস। প্রতিবছর এই দিনে, ২২ জুনে, বিশ্ব বৃষ্টি অরণ্য দিবস (World Rainforest Day) পালিত হয়। ২০১৭ সাল থেকে প্রতি বছর তারিখটি বিশ্ব বৃষ্টি অরণ্য দিবস রূপে পালিত হয়ে আসছে। 

 

1/6

জলবায়ু, জীববৈচিত্র্য

এই দিবস পালনের প্রধান উদ্দেশ্য হল জলবায়ু, জীববৈচিত্র্য, সংস্কৃতি ও জীবনযাত্রায় বৃষ্টি অরণ্যের গুরুত্ব তুলে ধরা এবং বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা বৃষ্টি অরণ্য সুরক্ষিত করা, যে-অরণ্যাঞ্চল ইতিমধ্যেই বিনষ্ট হয়ে গিয়েছে তা পুনরুদ্ধার করা। 

2/6

আমাজন

সারা পৃথিবীতে বেশ কিছু বিশিষ্ট রেইনফরেস্ট আছে। তার মধ্যে আমাজন সম্ভবত সর্বোচ্চে। কিন্তু এ ছাড়াও আরও কয়েকটি রেইনফরেস্ট আছে। যেমন কঙ্গো। এই নদীটি বিশাল ও বিপুল। এই নদীর বেসিনে আছে এই বিপুল অরণ্য।  

3/6

টঙ্গাস ন্যাশনাল ফরেস্ট

মার্কিন ন্যাশনাল ফরেস্টের সাউথইস্ট আলাস্কায় এই টঙ্গাস ন্যাশনাল ফরেস্ট। 

4/6

সেকেন্ড লার্জেস্ট আইল্য়ান্ড

নিউ গিনি। বিশ্বের সেকেন্ড লার্জেস্ট আইল্য়ান্ড। এ অঞ্চলের ট্রপিক্যাল রেইনফরেস্টও খুব বিশিষ্ট।

5/6

নষ্ট হয়ে যাচ্ছে

ভারতের সুন্দরবন এক অসাধারণ অরণ্যাঞ্চল। এই অরণ্য নানা কারণে নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু একে রক্ষা করা দরকার। 

6/6

বৃষ্টি অরণ্যদিবসের থিম

এবছর বিশ্ব বৃষ্টি অরণ্যদিবসের থিম হল -- 'Conserve. Restore. Regenerate.'।