ছবিতে নয়, বাস্তবে মা হতে চলেছেন অভিনেত্রী কোয়েল মল্লিক

Feb 01, 2020, 15:46 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: মা হতে চলেছেন কোয়েল মল্লিক। ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে নিজেই সে কথা জানালেন বাংলা ছবির জনপ্রিয় নায়িকা। 

2/5

ইনস্টাগ্রাম প্রোফাইলে স্বামী নিশপাল সিংয়ের সঙ্গে ছবি দিয়ে কোয়েল লিখেছেন,''দিন কাটছে লাথি, ঘুষি ও নড়াচড়ায়। নিজের মধ্যে নতুন জীবনের স্পন্দন শুনতে পাচ্ছি।'' 

3/5

তিনি আরও লিখেছেন,''রূপোলি উল বুনছে আমার জীবন। গরমেই ভূমিষ্ঠ হতে চলেছে আমাদের সন্তান।''  

4/5

কোয়েলকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন নায়িকার ভক্তরা। অভিনেত্রী কৌশানি লিখেছেন, দারুণ খবর। শুভেচ্ছা জানিয়েছেন শ্রাবন্তী ও মিমিরাও।  

5/5

২০১৩ সালে প্রযোজক নিশপাল সিংয়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন কোয়েল মল্লিক। তারপরও ছবিতে কাজ করে গিয়েছেন।