Nabanna Abhijan: নবান্ন অভিযান ও বাংলা বনধে `বড় ক্ষতি` হয়ে গেল কলকাতা শহরের.....!

SUDESHNA PAUL Fri, 30 Aug 2024-4:10 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২ দিনে ২০০০ কোটি টাকা ক্ষতি। নবান্ন অভিযান ও বাংলা বনধে ২০০০ কোটি টাকার ব্যবসা ক্ষতি শহরের।

 

মঙ্গলবার ছিল নবান্ন অভিযান। আর বুধবার ছিল বিজেপির ডাকে ১২ ঘণ্টা বাংলা বনধ। এই দুদিনই কলকাতা প্রচুর ক্ষতির অংক গুনেছে।

 

বাংলার বার্ষিক গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট বা GSDP ১৭.১ লাখ কোটি, যা দৈনিক ফিগারে বদলালে দাঁড়ায় ৫০০০ কোটির কিছু কম। 

 

এরমধ্যে ৪০ শতাংশ ব্যবসা হয় কলকাতাতেই। টাকার অঙ্কে যার পরিমাণ ২০০০ কোটি টাকা। 

 

এখন বিজেপির নবান্ন অভিযান ও বাংলা বনধে দোকান-পাট সব বন্ধ থাকায়, লাটে ওঠে ব্যবসা। ফলে ক্ষতির মুখোমুখি হতে হয়।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link