Kolkata: জল সরবরাহ বন্ধ থাকবে আজ! জেনে নিন কোথায়, কখন...

Kolkata Corporation | Water Supply Disruption: জল প্রকল্পের মেরামতির কারণে আজ দক্ষিণ কলকাতার বেশ কিছু বুস্টার পাম্পিং স্টেশনে পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে।

| Jan 27, 2024, 11:45 AM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জল প্রকল্পের মেরামতির কারণে আজ দক্ষিণ কলকাতার বেশ কিছু বুস্টার পাম্পিং স্টেশনে পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। গার্ডেনরিচ জল প্রকল্পের মেরামতির কারণে এই সিদ্ধান্ত।

 

1/7

দক্ষিণে জলসংকট

আজ, ২৭ জানুয়ারি শনিবার দক্ষিণ কলকাতার বেশ কিছু বুস্টার পাম্পিং স্টেশনে পরিস্রুত পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে।

2/7

গরফায়

গার্ডেনরিচ জল প্রকল্পের মেরামতির কারণেই এই সিদ্ধান্ত।

3/7

গার্ডেনরিচে

বেশ কয়েকটি অঞ্চল এজন্য জলসংকটে পড়বে। এর মধ্যে উল্লেখযোগ্য কালীঘাট। 

4/7

চেতলায়

জল সরবরাহ ব্যাহত হবে রানিকুঠি, গরফা, চেতলা অঞ্চলে। 

5/7

সমস্যায় সরবরাহ

জল সরবরাহ ব্যাহত হবে বাঁশদ্রোণীতে।

6/7

পর্ণশ্রীতেও

জল সরবরাহ ব্যাহত হবে পর্ণশ্রী, মেটিয়াবুরুজেও। 

7/7

রবিতে স্বাভাবিক

শনিবার সকালে এক দফা জল আসার পর সকাল ১০টা থেকে তা বন্ধ থাকার কথা। আবার জল আসবে আগামীকাল রবিবার। ভোর থেকেই পরিষেবা ফের স্বাভাবিক হবে।