রাজ্যে হুক্কা বার নিয়ে 'বড় কথা' জানিয়ে দিল হাইকোর্ট!

Jan 24, 2023, 13:55 PM IST
1/7

হুক্কায় 'হ্যাঁ' হাইকোর্টের!

Kolkata HC on Hookah Bar

অর্ণবাংশু নিয়োগী: রাজ্যে বন্ধ হচ্ছে না হুক্কা বার। নির্দিষ্ট কোনও আইন নেই। তাই কলকাতা বা বিধাননগর এলাকায় বন্ধ করা যাবে না হুক্কা বার। স্পষ্ট নির্দেশ হাইকোর্টের।   

2/7

হুক্কায় 'হ্যাঁ' হাইকোর্টের!

Kolkata HC on Hookah Bar

বিচারপতি রাজা শেখর মান্থার স্পষ্ট বক্তব্য, যদি সিগারেট খাওয়ার অনুমোদন থাকে, তাহলে হুক্কাতে তো নিকোটিন আর হারবাল আছে। তাতে বাধা কোথায়? পুলিস কমিশনারের রিপোর্ট সম্পূর্ণ ভেক!  

3/7

হুক্কায় 'হ্যাঁ' হাইকোর্টের!

Kolkata HC on Hookah Bar

বিচারপতি বলেন, একজন মেয়রের কথার ভিত্তিতে হুক্কা বার বন্ধ করা যায় না। আপনি যদি কোনও নারকোটিক বা মাদক ব্যবহারের কোনও কিছু পান, তাহলে সেই পুলিস সেই রেস্টুরেন্ট বন্ধ করতে  পারে।   

4/7

হুক্কায় 'হ্যাঁ' হাইকোর্টের!

Kolkata HC on Hookah Bar

বিচারপতি মান্থা আরও বলেন,  হুক্কা বারের জন্য ট্রেড লাইসেন্স দরকার হয় না। যারা খাবে তাদের বিষয়। এতে রাজ্যের আয় হবে।

5/7

হুক্কায় 'হ্যাঁ' হাইকোর্টের!

Kolkata HC on Hookah Bar

তিনি নির্দেশ দেন, যে হেতু এ নিয়ে রাজ্যের কোনও আইন নেই। তাই হুক্কা বার চলতে পারে। কলকাতা এবং বিধাননগর এলাকায় বন্ধের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা আইন মেনে হয়নি। 

6/7

হুক্কায় 'হ্যাঁ' হাইকোর্টের!

Kolkata HC on Hookah Bar

রাজ্যকে হুক্কা বার বন্ধ করতে হলে নতুন করে আইনের সংশোধন করতে হবে। কলকাতা বা বিধাননগর এলাকায় হুক্কা বার বন্ধ করা যাবে না। কারণ এর থেকে কেন্দ্র ও রাজ্য প্রচুর রাজস্ব আয় করে।  

7/7

হুক্কায় 'হ্যাঁ' হাইকোর্টের!

Kolkata HC on Hookah Bar

পুলিস এই নিয়ে কোনও পদক্ষেপ করতে পারবে না। তবে ওই সব হুক্কা বারে আইনের বাইরে কোনও কিছু হলে পদক্ষেপ করতে পারবে পুলিস।