'কৈলাস-মুকুল-অর্জুনের বিরুদ্ধে কোনও FIR নয়', হাইকোর্টের রায়ে স্বস্তির হাওয়া রাজ্য় বিজেপিতে

Nov 10, 2020, 14:22 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন : কলকাতা হাইকোর্টের রায়ে আপাত স্বস্তিতে কৈলাস-মুকুল-অর্জুন-রাকেশ। স্বস্তি পেল বিজেপি নেতৃত্ব।

2/5

নবান্ন অভিযানের পরিপ্রেক্ষিতে কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, অর্জুন সিং ও রাকেশ সিংয়ের বিরুদ্ধে এখনই কোনও FIR দায়ের করতে পারবে না পুলিস। ২৬ নভেম্বর পর্যন্ত কোনও FIR দায়ের করা যাবে না।

3/5

প্রসঙ্গত বিজেপির নবান্ন অভিযানের দিন এই ৪ নেতার বিরুদ্ধে FIR দায়ের করে হেস্টিংস থানা। সেই FIR খারিজের দাবিতে আদালতের দ্বারস্থ হন বিজেপির এই চার নেতা। এদিন বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে মামলাটি ওঠে। 

4/5

শুনানির পর আগামী ২৬ নভেম্বর পর্যন্ত তদন্তের উপর অন্তর্বতী স্থগিতাদেশ জারির নির্দেশ দেন বিচারপতি। আদালতের নির্দেশে এরফলে স্বস্তিতে বিজেপি শিবির। 

5/5

উল্লেখ্য, বিজেপির নবান্নে অভিযানের দিন জলকামান থেকে বিক্ষোভকারীদের উপর একধরনের বেগুনি রঙের জল ছুড়েছিল পুলিস। সেই ঘটনায় সোমবার লোকসভার স্পিকারের কাছে অভিযোগ করেন বিজেপি যুব মোর্চা সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য। বিজেপির দাবি, ''সেদিন পুলিস যে জল ব্যবহার করেছিল তাতে করোনার থেকেও ক্ষতিকারক কোনও রাসায়নিক মেশানো ছিল!''