1/6
2/6
photos
TRENDING NOW
3/6
4/6
5/6
তবে আজও কাজ শুরু করার অনুমোদন দেয়নি আদালত। এদিন আদালতের কাছে মেট্রো কর্তৃপক্ষ শিয়ালদহের দিকে থাকা টানেল বোরিং মেশিনটি সরানোর অনুমতি চায়। প্রসঙ্গত, বৌবাজারে যখন বিপর্যয় ঘটে, তখন শিয়ালদহে একটি মেশিন কাজ করছিল। সেই মেশিনটি ঠিক-ই আছে। তাই অন্তত ৫ কিমি সরানো যাবে কিনা, এদিন আদালতের কাছে তার অনুমতি চায় মেট্রো।
6/6
সেই প্রসঙ্গে বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট চেয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামী শুক্রবারের মধ্যে সেই রিপোর্ট জমা দিতে হবে। মামলাকারী স্বেচ্ছাসেবী সংস্থার আইনজীবী ঋজু ঘোষাল বলেন, "আগামী শুক্রবার পরবর্তী শুনানি। সেদিন হলফনামা দিয়ে মেট্রো জানাবে, টানেল বোরিং মেশিন সরানো যাবে কি না।" ফলে এখনও ঝুলেই রইল ইস্ট-ওয়েস্ট মেট্রোর ভবিষ্যৎ।
photos