পরিচ্ছন্নতা সমীক্ষায় দেশের মধ্যে সবচেয়ে 'নোংরা শহর' কলকাতা!
Jan 01, 2020, 19:57 PM IST
1/5
নিজস্ব প্রতিবেদন : পরিষ্কার-পরিচ্ছন্ন শহরের তালিকায় পর পর ৪ বার শীর্ষস্থানে জায়গা করে নিল ইনদওর। সারা দেশের মধ্যে সবচেয়ে পরিষ্কার শহর (Cleanest City) হচ্ছে ইন্দোর।
2/5
এদিকে, কেন্দ্রীয় সরকারের এই পরিচ্ছন্নতা সমীক্ষায় সবচেয়ে 'নোংরা শহর'-এর হিসেবে পরিগণিত হয়েছে কলকাতা।
photos
TRENDING NOW
3/5
যে শহরের জনসংখ্যা ১০ লাখের বেশি, এমন শহরগুলিকেই নিয়ে চালানো হয়েছিল "স্বচ্ছ সর্বেক্ষণ লিগ ২০২০" নামক সমীক্ষাটি।
4/5
সমীক্ষার ফলাফলে দেখা গিয়েছে, পরিচ্ছন্ন শহরের তালিকায় এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত দ্বিতীয় স্থানে রয়েছে ভোপাল। তারপর জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে রাজকোট। তৃতীয় স্থানে যথাক্রমে জায়গা করে নিয়েছে প্রথমে সুরাট ও পরে নভি মুম্বই।
5/5
দ্বিতীয় কোয়ার্টারে এরপর একে একে তালিকায় রয়েছে ভদোদরা, ভোপাল, আমেদাবাদ, নাসিক, গ্রেটার মুম্বই, এলাহাবাদ, লখনউ। সেই তালিকাতেই সবচেয়ে নীচে স্থান পেয়েছে কলকাতা। সমীক্ষার ফল বলছে, পরিচ্ছনতার নিরিখে কলকাতার পারফর্ম্যান্স সবচেয়ে খারাপ।