Kolkata Metro: নোয়াপাড়া বিমানবন্দর রুটে প্রথমবার ট্রায়াল রানে ছুটল মেট্রো

Dec 14, 2024, 20:10 PM IST
1/5

ট্রায়াল রান

ট্রায়াল রান

হয়ে গেল ট্রায়াল রান। নোয়াপাড়া বিমানবন্দর ইয়ালো লাইন রুটে ছুটল কলকাতা মেট্রো।

2/5

নতুন রুট

নতুন রুট

শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ যাত্রা শুরু করে মেট্রোর রেক।

3/5

বিশিষ্ট আধিকারিকরা উপস্থিত

বিশিষ্ট আধিকারিকরা উপস্থিত

ট্রায়াল রান উপলক্ষ্যে উপস্থিত ছিলেন চিফ ইঞ্জিনিয়ার দেবিন্দর কুমার ও মেট্রোরলের সিনিয়র আধিকারিকরা।  দমদম ক্যান্টনমেন্টে ট্রেন পৌঁছনোর পর পুজো দেন দেবিন্দর কুমার।

4/5

মোট দূরত্ব

মোট দূরত্ব

নোয়াপাড়া থেকে বিমানবন্দর ৬.৫ কিলোমিটার রুট যাত্রী পরিবহনের জন্য তৈরি কিনা তা দেখার জন্যই এই ট্রায়াল রান।

5/5

নোয়াপাড়া

নোয়াপাড়া

এই রুটের নোয়াপাড়ায় ব্লু লাইন ও ইয়োলো লাইনে ট্রেন বদল করা যাবে।