Kolkata Metro: সোমবার থেকে বাড়ছে মেট্রোর সংখ্যা, কতক্ষণ পর ট্রেন, জেনে নিন

Jul 18, 2021, 22:01 PM IST
1/8

নিজস্ব প্রতিবেদন- ১৬ জুলাই থেকে কলকাতায় চালু হয়েছে মেট্রো। এখন সোম থেকে শুক্রবার পর্যন্ত ৫০ শতাংশ যাত্রী নিয়ে চালানো হচ্ছে মেট্রো।  রাজ্য সরকার নির্দেশিকা জারি করে এমনটাই জানায়।

2/8

সোমবার, অর্থাৎ আগামিকাল থেকে মেট্রোর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

3/8

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ১৯ জুলাই থেকে ২০৮ টি মেট্রো চালানো হবে। এতদিন পর্যন্ত ১৯২ টি মেট্রো চলছিল।

4/8

সোম থেকে শুক্র কাজের দিনে সকাল ও সন্ধেবেলা যাত্রীদের চাপ থাকে। তাই এই দুই সময়ে আরও ১৬ টি ট্রেেন বাড়ানো হচ্ছে।

5/8

সপ্তাহে কাজের দিনে সকাল ও সন্ধে বেলায় প্রতি ৬ মিনিট অন্তর মেট্রো চলে। এমনটাই জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

6/8

সোমবার প্রথম ট্রেন ছাড়বে সকাল ৮ টায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ, দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর স্টেশনের জন্য রওনা দেবে ট্রেন।

7/8

দিনের শেষ ট্রেন ছাড়বে ৭.৪৮ মিনিটে। এই ট্রেন যাবে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষে। রাত ৮টার সময়ে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং দমদম থেকে কবি সুভাষের জন্য ট্রেন ছাড়বে।

8/8

শনিবার শুধুমাত্র অত্যাবশ্যকীয় কাজের সঙ্গে যুক্ত কর্মীদের জন্য চালানো হবে মেট্রো। শনিবার মোট ১০৪টি ট্রেন চালানো হবে বলে খবর।