KMC: ফিরহাদের হাতে অর্থ, অতীন পেলেন স্বাস্থ্য; মেয়র পারিষদদের কার হাতে কোন দফতর?

Tue, 28 Dec 2021-6:20 pm,

নিজস্ব প্রতিবেদন: দ্বিতীয়বারের জন্য কলকাতা কর্পোরেশনের (Kolkata Municipal Corporation) মেয়র হিসেবে শপথ নিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। পুরনিগমের একাধিক বিভাগের দায়িত্ব নিজের হাতে রাখলেন তিনি।  জল-সরবরাহ, অর্থ, নাগরিক অভিযোগ এবং সমাধান,  কেআইআইপি, বাড়ি নির্মাণ, সেন্ট্রাল স্টোর, কর মূল্যায়ন বিভাগের দায়িত্ব নিজের হাতে রাখলেন মহানাগরিক।

ডেপুটি মেয়র হয়েছেন অতীন ঘোষ (Atin Ghosh)। তাঁর হাতে রয়েছে স্বাস্থ্য পরিষেবা, ভেজাল খাদ্য প্রতিরোধকরণ, আর্কাইভ, মেডিক্যাল স্টোর, টিবি হাসপাতাল বিভাগ।

দেবব্রত মজুমদার পেয়েছেন জঞ্জাল ব্যবস্থাপনা বিভাগের দায়িত্ব।

দেবাশিস কুমারের হাতে রয়েছে উদ্যান, ক্রীড়া, বিজ্ঞাপন ও পার্কিং। 

আলো বিভাগের দায়িত্বে সন্দীপ রঞ্জন বক্সি। শিক্ষা এবং তথ্যপ্রযুক্তি বিভাগের দায়িত্ব পেয়েছেন সন্দীপন সাহা।

মিতালি বন্দ্যোপাধ্য়ায় পেয়েছেন সামাজ ও নারী কল্যাণ, রূপশ্রী, কন্যাশ্রী, বার্ধক্য ভাতা বিভাগের দায়িত্ব।

জীবন সাহার দায়িত্বে তথ্য এবং জনসংযোগ, এন্টালি ওয়ার্ক শপের দায়িত্ব।

তারক সিং পেয়েছেন নিকাশি বিভাগের দায়িত্ব

বস্তি এবং পরিবেশ বিভাগের দায়িত্বে স্বপন সমাদ্দার  

আমিরুদ্দিন ববি- বাজার, রাম পেয়ারে রাম- একশো দিনের প্রকল্প, অভিজিৎ মুখোপাধ্যায়- রাস্তা ও ইঞ্জিনিয়ারিং এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়- আবাসন, আইন এবং কর্মিবর্গ বিভাগের দায়িত্বে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link