পুর ভোটের প্রচারে ধুলে মেখেও ঝকঝকে থাকার দাওয়াই, নন ডাস্ট কোট

Feb 16, 2020, 20:25 PM IST
1/7

s 7

s 7

প্রার্থী তালিকার আগেই পোশাক তালিকা প্রস্তুত।পুরোভাগে অতীন ঘোষ দেবাশিস কুমার। ছবি-প্রীতম দে

2/7

s 6

s 6

পুরভোটে কেতাদুরস্ত কর্মকর্তার ভোটের সাজকথা শোনা গেলো মির্জা গালিব স্ট্রিটের এক পোশাক বিপনির উদ্বোধনে। ছবি-প্রীতম দে

3/7

S 5

S 5

একাধারে পুরসভা অন্যদিকে, ত্রিধারা পুজোর দুই কর্মকর্তা ফ্যাশন ভূষণে চোস্ত শৌখিন। দুর্গা পুজো থেকে ভোট পুজো স্পেশাল পোশাক আগেভাগে ঠিক করে রাখেন। ছবি-প্রীতম দে

4/7

S 4

S 4

কী পরেন প্রচারে? সকালে বিকেলে ? গণনার আগে পরে? ছবি-প্রীতম দে

5/7

S 3

S 3

শহরে বাড়ছে ধুলো। প্রচারে পথের ধুলো গায়ে মাখতে হবেই । দু জনের কেউই তাতে ডরান না। ছবি-প্রীতম দে

6/7

S 2

S 2

কিন্তু ধুলো মেখেও ঝকঝকে থাকার ভোটের দাওয়াই পেয়ে গেলেন-ডাস্ট কোট। রংটাও পছন্দসই।নীল সাদা কোট পাঞ্জাবি। তড়িঘড়ি শোরুমেই ড্রেস চেঞ্জ। ছবি-প্রীতম দে

7/7

s 1

s 1

ডেপুটি মেয়র তার ফ্যাশন অ্যাডভাইজার সহধর্মিণীকে সঙ্গে এনেছিলেন। মেয়র পরিষদ আবার লেডিজ ফ্যাশনটাই দেখলেন বেশি! কারণ বরাবর ভোট প্রচারে কন্যা সাথী। নেতা পিতার অভিনেত্রী কন্যার পোশাকে নজর দিতে হবে বৈকি। ছবি-প্রীতম দে