সিগন্যালে দাঁড়িয়ে চালক 'করোনার সংক্রমণ ছড়াচ্ছে'! CCTV-তে দেখামাত্র মামলা কলকাতা পুলিসের

May 05, 2020, 22:17 PM IST
1/5

অর্ণবাংশু নিয়োগী : গাড়ি দাঁড়াল সিগন্যালে। দরজা খুলে মুখ বাড়িয়ে থুতু ফেললেন চালক। ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়। আর তাই দেখেই মামলা রুজু করল পুলিস।

2/5

এদিন বিকালে এজেসি বোস রোড এবং শিয়ালদহ ব্রিজের ক্রসিংয়ের সামনের সিসিটিভিতে ধরা পরে, এক চালক গাড়ির দরজা খুলে থুতু ফেলছেন। এই ছবি দেখা মাত্রই তৎপর হয় পুলিস।

3/5

প্রসঙ্গত, করোনা সংক্রমণ রুখতে আগে থেকেই কড়া হয়েছে কলকাতা পুলিস। যত্রতত্র থুতু ফেলতে দেখলেই মামলা রুজু করা হচ্ছে। রাস্তায় থুতু ফেলায় গায়ের জামা খুলিয়ে রাস্তা মোছাতেও দেখা গিয়েছে পুলিসকে।  

4/5

কলকাতা পুলিস সূত্রের খবর, আজ রাস্তায় থুতু ফেলার জন্য ২৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। প্রায় প্রতিদিনই রাস্তায় থুতু ফেলার জন্য কমপক্ষে ২০টি মামলা রুজু হচ্ছে।  

5/5

উল্লেখ্য, করোনায় রেড জোন কলকাতা। শহর কলকাতার একাধিক এলাকা কনটেইনমেন্ট জোন বলে চিহ্নিত করা হয়েছে। সম্পূর্ণ সিল করে দেওয়া হয়েছে সেসব এলাকা।