কলকাতায় পারদ ছুঁল ৩৮ ডিগ্রি, আগামী দুদিন আরও বাড়বে তাপমাত্রা

Apr 28, 2019, 16:49 PM IST
1/5

এপ্রিলের শেষেই মাথার উপরে আগুন ঝরাচ্ছে সূয্যিমামা। গরমে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। কাজের প্রয়োজনে যাঁদের বাইরে বেরতে হচ্ছে, তাঁদের নাজেহাল দশা হচ্ছে। ঘরেও তিষ্ঠাতে পারছে না মানুষ।

2/5

এমন পরিস্থিতিতে আবহাওয়া দফতরের পূর্বাভাসে আরও অশনিসংকেত। এই মুহূর্তে সেরকম কোনও বৃষ্টির পূর্বাভাস তো নেই-ই। বরং আরও বাড়বে তাপমাত্রা। সঙ্গে জারি থাকবে তাপপ্রবাহ।

3/5

রবিবার কলকাতার তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। পূর্বাভাস বলছে, আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা আরও আরও ১ ডিগ্রি বাড়তে চলেছে।

4/5

জেলার তাপমাত্রা থাকবে ৪২ ডিগ্রির আশপাশে। গরমের সঙ্গেই পাল্লা দিয়ে থাকবে আর্দ্রতা। যার ফলে ঘাম হবে, প্যাঁচপেচে অস্বস্তি  থাকবে।

5/5

প্রসঙ্গত, শনিবার আলিপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৩ শতাংশ, যার ফলে অস্বস্তি সূচক ৫০ ডিগ্রি ছাড়ায়।