চা বিস্কুটে ট্রাক চালকদের ঘুম ভাঙ্গাচ্ছে কলকাতা ট্রাফিক পুলিস

দুর্ঘটনা এরাতে নতুন পদক্ষেপ 

Dec 01, 2021, 08:44 AM IST

দুর্ঘটনার কবল থেকে বাঁচতে বিভিন্ন সময়ে নতুন নতুন উদ্যোগ নেয় কলকাতা পুলিস। এবার সেরমই একটি নতুন উদ্যোগ দেখা গেলো বিদ্যাসাগর সেতুতে। নতুন এই চা বিস্কুট ক্যাম্পে সাবধানবাণী শোনানো হল ট্রাক চালকদের। 

1/5

কখন হয় দুর্ঘটনা

accident

সারারাত হাইওয়েতে গাড়ি চলিয়ে ক্লান্ত ট্রাক ড্রাইভারের চোখ লেগে যায় ভোরের দিকে। অসাড় হয়ে আসে হাত। আর ঠিক তখনই মুহূর্তের অসাবধানতায় ঘটে যায় বড় দুর্ঘটনা। 

2/5

চা বিস্কুট ক্যাম্প

tea camp

এই প্রবণতা এড়াতে এক অভিনব ভাবনা কলকাতা ট্রাফিক পুলিশের। বিদ্যাসাগর সেতু ট্রাফিক গার্ড বুধবার শীতের ভোরে বিশেষ চা বিস্কুট ক্যাম্প চালু করল।

3/5

কী ছিল ক্যাম্পে?

what was there in the camp

টোল প্লাজা পার হয়ে শহরে ঢোকার মুখে গাড়ি চালকদের হাতে উঠল চায়ের কাপ। সঙ্গে বিস্কুট তুলে দিল কলকাতা ট্রাফিক পুলিস। 

4/5

অভিনব উদ্যোগ

new trend

চা বিস্কুটের সঙ্গেই তাদের শোনানো হল সাবধানবাণী। বলা হল নিয়ম মেনে গাড়ি চালাতে। দুর্ঘটনা আটকাতেই নেওয়া হল এই অভিনব উদ্যোগ।

5/5

কোথায় হল ক্যাম্প

where

রাত চারটে থেকে পাঁচটা পর্যন্ত বিদ্যাসাগর সাতুতে চালানো হয় এই ক্যাম্প।