কলকাতার ট্রাফিক আপডেট: কোন রাস্তা এড়িয়ে চলবেন?

Jan 19, 2019, 11:17 AM IST
1/5

সকাল থেকে শহরে বাড়ছে ভিড়। বিভিন্নপ্রান্ত থেকে জনতার ভিড় ব্রিগেডমুখী। পুলিস ট্রাফিক সচল রাখার চেষ্টা করলেও বিভিন্ন রাস্তায় আটকে পড়ার সম্ভাবনা রয়েছে বিস্তর। 

2/5

বিশাল ভিড় আসছে শিয়ালদহ ও হাওড়া স্টেশন থেকে। তবে কোনও মিছিলই শহরের উড়ালপুল দিয়ে আসছে না। 

3/5

রাস্তার ভিড় এড়াতে ব্যবহার করুন মেট্রো। রাস্তাঘাটে এদিন বাসের সংখ্যাও কম বলে দাবি সাধারণ মানুষের। ফলে হাতে সময় নিয়ে বেরোন।   

4/5

শিয়ালদহ-বিধানসরণী- সিআর অ্যাভিনিউ থেকে ব্রিগেড। শিয়ালদহ-মৌলালি- এসএন ব্যানার্জি থেকে ব্রিগেড। হাওড়া ব্রেবোর্ন রোড- টি বোর্ড থেকে আরআর অ্যাভিনিউ থেকে ব্রিগেড। হাজরা-এটিএম রোড-জওহরলাল নেহরু রোড থেকে ব্রিগেড।  

5/5

খিদিরপুর-হেস্টিংস থেকে ব্রিগেড। পার্ক সার্কাস থেকে ৪ নম্বর ব্রিজ-দরগা রোড-এন্টালি সিআইটি রোড থেকে ব্রিগেড। পার্কসার্কাস-৪ নম্বর ব্রিজ-দরগা রোড-এন্টালি সিআইটি রোড থেকে ব্রিগেড। মিলন মেলা-সেভেন পয়েন্ট-পার্ক স্ট্রিট থেকে ব্রিগেড।