নিস্তার নেই এখনই, ভরা বৈশাখে কলকাতায় দহন ৫০ ডিগ্রি ছুঁইছুঁই
Apr 26, 2019, 15:48 PM IST
1/8
নিজস্ব প্রতিবেদন: আশঙ্কাই সত্যি হল। ভরা বৈশাখে অস্বস্তি সূচক পৌঁছে গেল ৪৮ ডিগ্রি সেলসিয়াসে।
2/8
কলকাতায় তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে। আপেক্ষিক আর্দ্রতা ৬০ শতাংশ।
photos
TRENDING NOW
3/8
খড়্গপুর, পুরুলিয়া ও বাঁকুড়ার তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানের পরদ চড়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে। ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গুসকরা ও আসানসোল। উত্তরবঙ্গে তাপমাত্রা তুলনামূলক কম।
4/8
তাপমাত্রা ও আপেক্ষিক আর্দ্রতা বাড়ার সঙ্গে অস্বস্তি সূচক পৌঁছে গিয়েছে ৪৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস।
5/8
আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা আবহবিদদের। দামোদর ও গাঙ্গেয় উপত্যকায় তাপপ্রবাহ হতে পারে। পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ ৪১ থেকে ৪২ ডিগ্রি।
6/8
তাপমাত্রা বেশি থাকতে পারে বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম ও পূর্ব বর্ধমানে। তাপমাত্রা সর্বোচ্চ থাকতে পারে পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূমে। বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ৪৩ ডিগ্রি সেলসিয়াস।
7/8
বেলা ১০টা থেকে বিকেল ৩টে পর্যন্ত বাড়ির বাইরে বেরোতে নিষেধ করছেন চিকিত্সকরা। জল নিয়ে বেরোন।
8/8
তবে মে মাসের প্রথম সপ্তাহে ঘূর্ণিঝড় ফেনির জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তৈরি হয়েছে প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আর মে মাসের প্রথম সপ্তাহে ৬ তারিখ ভোট দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি কেন্দ্রে।