সিডনিতে পাঁচ উইকেট, ৬৪ বছরের পুরনো রেকর্ড ছুঁলেন কুলদীপ যাদব

| Jan 06, 2019, 14:44 PM IST
1/6

৬৪ বছরের পুরনো রেকর্ড ছুঁলেন কুলদীপ

৬৪ বছরের পুরনো রেকর্ড ছুঁলেন কুলদীপ

অস্ট্রেলিয়া সফরে প্রথম তিন ম্যাচে দলে সুযোগ পাননি। সিডনিতে তাঁকে দলে অন্তর্ভুক্ত করা হয়। আর সুযোগ পেয়েই বাজিমাত করে গেলেন কুলদীপ যাদব। 

2/6

৬৪ বছরের পুরনো রেকর্ড ছুঁলেন কুলদীপ

৬৪ বছরের পুরনো রেকর্ড ছুঁলেন কুলদীপ

রবিচন্দ্রন অশ্বিনের চোট। তাঁর বদলে প্রথম একাদশে নেওয়া হয়েছিল কুলদীপকে। সিডনিতে প্রথম ইনিংসেই পাঁচ উইকেট তুলে নিলেন বাঁ-হাতি রিস্ট স্পিনার। সঙ্গে ছুঁয়ে ফেললেন ৬৪ বছরের পুরনো এক রেকর্ড। 

3/6

৬৪ বছরের পুরনো রেকর্ড ছুঁলেন কুলদীপ

৬৪ বছরের পুরনো রেকর্ড ছুঁলেন কুলদীপ

এর আগে অস্ট্রেলিয়ায় কোনও সফরকারী দলের বাঁ-হাতি স্পিনার হিসাবে শেষবার পাঁচ উইকেট নিয়েছিলেন ইংল্যান্ডের জনি ওয়ার্ডেল। 

4/6

৬৪ বছরের পুরনো রেকর্ড ছুঁলেন কুলদীপ

৬৪ বছরের পুরনো রেকর্ড ছুঁলেন কুলদীপ

ইংল্যান্ডের বাঁ-হাতি স্পিনার জনি ওয়ার্ডেল ১৯৫৫ সালে ৭৯ রান দিয়ে পাঁচ উইকেট তুলেছিলেন। তাও এই সিডনিতেই। 

5/6

৬৪ বছরের পুরনো রেকর্ড ছুঁলেন কুলদীপ

৬৪ বছরের পুরনো রেকর্ড ছুঁলেন কুলদীপ

কুলদীপ এবার ওয়ার্ডেলের সেই রেকর্ড ছুঁয়ে ফেললেন। টেস্ট ক্রিকেটে এই নিয়ে দ্বিতীয়বার এক ইনিংসে পাঁচ উইকেট পেলেন তিনি। 

6/6

৬৪ বছরের পুরনো রেকর্ড ছুঁলেন কুলদীপ

৬৪ বছরের পুরনো রেকর্ড ছুঁলেন কুলদীপ

সিডনিতে বলের গতি কমিয়ে চমক দিয়েছেন কুলদীপ। কুলদীপ ৭৭.৩ কিমি প্রতি ঘণ্টায় বোলিং করে অজি ব্যাটসম্যানদের নাকানি-চোবানি খাইয়েছেন। এর আগে জীবনের শেষ টেস্টে সিডনিতে বলের গতি এভাবে কমিয়ে চমক দিয়েছিলেন শেন ওয়ার্ন। ইংল্যান্ডের ব্যাটসম্যানরা সেবার ওয়ার্নের বোলিং সামলাতে গিয়ে হিমশিম খেয়েছিলেন।