অন্য ধর্মগ্রন্থ নিয়ে কখনও এমনটা বলেছেন? সীতারামকে কটাক্ষ কুমার বিশ্বাসের

May 04, 2019, 22:12 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: হিন্দুরাও হিংস্রক। সীতারাম ইয়েচুরির মন্তব্য ঘিরে তোলপাড় জাতীয় রাজনীতি। গেরুয়া শিবির আগেই বিঁধেছিল। এবার ইয়েচুরিকে নিশানা করলেন আপ নেতা কুমার বিশ্বাস।

2/6

ইউপিএ জমানায় দেশের হিন্দুদের সন্ত্রাসবাদী সাজানোর চেষ্টা হয়েছিল বলে অভিযোগ করেছে বিজেপি। একাধিক সভাতে মোদী বলেছেন, হিন্দুরা কখনও সন্ত্রাস করতে পারে না। বিজেপি তথা মোদীর এহেন দাবিকে খণ্ডন করতে গিয়ে বিতর্ক বাঁধিয়েছেন সীতারাম ইয়েচুরি।  

3/6

সিপিএমের সাধারণ সম্পাদক বলেছেন, ''রামায়ণ ও মহাভারতে হিংসা ও যুদ্ধের কথা রয়েছে। প্রচারক হয়ে পৌরাণিক কাহিনী শোনান আপনি অথচ দাবি করছেন, হিন্দুরা হিংস্রক নয়? একটাই ধর্ম হিংসায় জড়িত, আর হিন্দুরা নেই- এর পিছনে যুক্তি কী?'' 

4/6

আপ নেতা কুমার বিশ্বাস টুইটারে লিখেছেন, ''আদর্শগতভাবে আপনি অশিক্ষিত। ২৩ মে-র পর অন্য সঙ্গীদের নিয়ে কাঁদার পর্ব শেষ হবে আমার কাছে আসবেন। আপনাকে রাম কথা পড়ে শোনাব। পুণ্য নয়, অন্তত আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে। এমন প্রশ্ন অন্য ধর্মগ্রন্থকে নিয়ে তুলেছেন কখনও?''       

5/6

বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর কটাক্ষ করেছেন, নিজের নাম পরিবর্তন করা উচিত সীতারামের। নাম রাখুন মার্ক্স (মার) ও লেনিন (লেনি)= মারলেনি। 

6/6

শিবসেনা নেতা সঞ্জয় রউতের বক্তব্য, ''হিন্দু হিংসা বলতে কী বলতে চেয়েছেন সীতারাম ইয়েচুরি। রামায়ণ, মহাভারতে অসত্যের উপরে সত্যের ও দুষ্টের বিরুদ্ধে শুভশক্তির কথা রয়েছে। রাম, কৃষ্ণ ও অর্জুন সত্যের প্রতীক। এমনটা চললে এরা কালকে বলবে পাকিস্তানের বিরুদ্ধে আমাদের জওয়ানরা হিংসা ছড়াচ্ছে। সীতারামের আদর্শ একটাই, হিন্দুদের আক্রমণ করে নিজেকে সেকুলার প্রমাণ করো''।