শিক্ষামন্ত্রীর বাড়িতে 'সাসপেন্ডেড' তৃণমূল সাংসদ যেতেই শুরু হয় জল্পনা। যদিও দু'জনেই এই বন্ধদ্বার বৈঠককে সৌজন্য সাক্ষাৎকার বলেই দাবি করেছেন।
photos
TRENDING NOW
3/6
- রাজনীতি নিয়ে কথা হল কী না?
জবাব: দুজনের মধ্যে কোনও কথা হলে কি এভাবে বলা যায়? নানা বিষয়ে কথা হচ্ছিল। দুজন পরিচিত ডাক্তার বা দুজন শিক্ষকের দেখা হলে যেমন যেসব বিষয়ে কথা হয়, তেমন। (কুণাল ঘোষের ফেসবুক পোস্ট থেকে সংগৃহীত)
4/6
- রাজনীতি নিয়ে কথা হল কী না?
জবাব: দুজনের মধ্যে কোনও কথা হলে কি এভাবে বলা যায়? নানা বিষয়ে কথা হচ্ছিল। দুজন পরিচিত ডাক্তার বা দুজন শিক্ষকের দেখা হলে যেমন যেসব বিষয়ে কথা হয়, তেমন। (কুণাল ঘোষের ফেসবুক পোস্ট থেকে সংগৃহীত)
5/6
- আপনি কি তৃণমূলে ফিরছেন?
জবাব: আমি গেলাম কোথায় যে ফিরব! আমার সঙ্গে দলের কিছু ইস্যুভিত্তিক মতপার্থক্য ছিল বা আছে। কিন্তু গত তিন-চার বছরে একটা বিবৃতিতেও কি আমি বলেছি যে আমি দল ছাড়ছি? বরাবর বলেছি আমি দলের দুর্দিনের কর্মী। আজ এই মুহূর্তেও আমি তৃণমূলের সাংসদ। (কুণাল ঘোষের ফেসবুক পোস্ট থেকে সংগৃহীত)
6/6
- আপনার সাসপেনশন কি উঠছে?
জবাব: আমি যে সাসপেন্ড বলে সংবাদমাধ্যমে শুনি, সেটা যেহেতু দল আমাকে জানায়নি, আমি কোনও চিঠিও কখনও পাই নি, তাই এবিষয়ে জানি না। ভাবিনি। পার্থদার যে আন্তরিক ব্যবহার দেখেছি, তাতে এসব মনে আসার অবকাশও ছিল না। (কুণাল ঘোষের ফেসবুক পোস্ট থেকে সংগৃহীত)