নিজস্ব প্রতিবেদন: দৈনিক কাজের সর্বোচ্চ সময় ১২ ঘণ্টা করার বিষয়ে খসড়া নিয়মে সকলের মতামত চাইল শ্রম মন্ত্রক।
2/7
সপ্তাহে ৬ দিনে ৮ ঘণ্টা করে মোট ৪৮ ঘণ্টা কাজ করতে হবে। সাপ্তাহিক কাজের সময়ের এই সীমা একই রাখতে চায় কেন্দ্র। কিন্তু সেই সময় পাশাপাশি প্রয়োজনে বাড়তি সময় কাজ করার নিয়মও রাখার কথা ভাবছে কেন্দ্র।
photos
TRENDING NOW
3/7
দৈনিক কাজের সর্বোচ্চ সময় ৯ ঘণ্টা থেকে বাড়িয়ে ১২ ঘণ্টা করার বিষয়ে খসড়া জমা করা হয়েছে।
4/7
তবে একাধিক কর্মী সংগঠনের অভিযোগ, এর মাধ্যমে ঘুরপথে কাজের সময় বাড়ানোর চেষ্টা করছে কেন্দ্র।
5/7
সংসদের শেষ অধিবেশনে পাশ হওয়া তিন শ্রম বিধির মধ্যে একটি ছিল কর্মস্থলে নিরাপত্তা, স্বাস্থ্য এবং কাজের পরিবেশ সংক্রান্ত।
6/7
এই বিধির খসড়া জমা করে সংশ্লিষ্ট সমস্ত মহলের মতামত চেয়েছে কেন্দ্র। এক সপ্তাহে কোনও কর্মীকে ৪৮ ঘণ্টার বেশি কাজ করানো যাবে না। পাশাপাশি একটানা কাজ করাতে পারবে না। তবে, সপ্তাদের মধ্যে কাজের সর্বোচ্চ সময় ১২ ঘণ্টার বেশি হওয়া যাবে না।
7/7
বিশ্বমারীতে কাজ অনেকদিন বন্ধ থাকার জন্যই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। অন্যদিকে দিনে কাজের সময় ৮ থেকে বাড়িয়ে ১২ ঘণ্টা করার পথে উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাত-সহ বেশ কিছু রাজ্য।