Ayan Sengupta: কাজের অভাব! সংসারের হাল ধরতে ক্যামেরা ছেড়ে ফুটপাথে পরিচালক অয়ন সেনগুপ্ত...

Ayan Sengupta Bengali Director: সিরিয়ালপাড়ার বাড়বাড়ন্ত অবশ্য অনেকটাই সাহায্য় করেছে ছোট পর্দার শিল্পীদের। অয়ন সেনগুপ্ত। ছোট পর্দার একাধিক জনপ্রিয় ধারাবাহিকের পরিচালক।

Dec 02, 2024, 17:45 PM IST
1/5

'পেটুক'

'snack'

বাংলা স্টুডিও পাড়ায় কখন কী হয় সত্যি সেটা বলা মুশকিল। এই কাজ আছে তো এই নেই। সিনেমা বা অভিনয় জগতে ডিরেক্টর থেকে স্পট বয় সবাই একপ্রকার নানান প্রতিকূলতার মধ্যদিয়ে যেতে হয়।   

2/5

'পেটুক'

'snack'

সিরিয়ালপাড়ার বাড়বাড়ন্ত অবশ্য অনেকটাই সাহায্য় করেছে ছোট পর্দার শিল্পীদের। অয়ন সেনগুপ্ত। ছোট পর্দার একাধিক জনপ্রিয় ধারাবাহিকের পরিচালক। যেমন- 'কে আপন কে পর', 'কী করে বলব তোমায়', 'এই পথ যদি না শেষ হয়'-এর মতো ধারাবাহিক। 

3/5

'পেটুক'

'snack'

কিন্তু কিছুদিন ধরে অয়নের হাতে নেই কাজ। স্ত্রী এবং এক সন্তান নিয়ে তাঁর সংসার। ছেলে খুব ছোট। আর এই অগ্নিমূল্যের বাজারে তাঁর হাত ফাঁকা! অনেকদিন ধরে কাজ পাচ্ছেন না পরিচালক অয়ন সেনগুপ্ত।

4/5

'পেটুক'

'snack'

নেটপাড়ায় একটি ভিডিয়ো পোস্ট হয়েছে। সেখানে তিনি বলেন, 'গত ২ বছর তিন মাস ধরে কাজ নেই বলে এই সিদ্ধান্ত নিয়েছি। ‘কে আপন কে পর’, ‘দীপ জ্বেলে যাই’, ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’ এমন অনেক সিরিয়াল পরিচালনা করেছি আমি। আমার স্ত্রীও অভিনয় করেন। এই মুহূর্তে ‘গীতা এল এল বি’ সিরিয়ালে অভিনয় করছেন। অনেক দিন কোনও কাজ নেই বলেই এমন একটা দোকান খোলার সিদ্ধান্ত নিলাম।'    

5/5

'পেটুক'

'snack'

বর্তমানে তিনি মুখরোচক খাবার বিক্রি করছেন। দোকানের নাম দিয়েছেন 'পেটুক'। খাবারের মেনুতে রয়েছে, ঘুঘনি, ভেজিটেবল চপ এবং আরও অনেক কিছু। পথচলতি মানুষ নতুন দোকান দেখে দাঁড়াচ্ছেন। খাবারের তালিকা দেখছেন। কেউ কিনছেন, কেউ চলে যাচ্ছেন।