Lakshmi Puja: বন্যা-নিবারণের প্রার্থনায় শুরু হওয়া পুজো হয়ে গেল রাজ্যের বৃহত্তম লক্ষ্মীপুজো!
Lakshmi Puja: প্রায় দুশো বছরের বেশি সময় ধরে এই লক্ষ্মীপুজো হয়ে আসছে এখানে। এখানে সবচেয়ে বড় পুজো লক্ষ্মীই। দুর্গাপূজার থেকেও বড় আকারে এখানে লক্ষ্মীর পুজো হয়।
শুভাশিস মণ্ডল: হাওড়া জেলার প্রত্যন্ত এলাকা আমতা। আমতার জয়পুর থানার খালনা গ্রামের লক্ষ্মীপুজো রাজ্যের মধ্যে সর্ববৃহৎ, এমনই দাবি করেন ওখানকার বাসিন্দারা। প্রায় দুশো বছরের বেশি সময় ধরে এই লক্ষ্মীপুজো হয়ে আসছে এখানে। এখানে সবচেয়ে বড় পুজো লক্ষ্মীই। দুর্গাপূজার থেকেও বড় আকারে এখানে লক্ষ্মীর পুজো হয়।
1/7
এখানে লক্ষ্মীই সবচেয়ে বড়
2/7
রাজ্যে সর্ববৃহৎ
photos
TRENDING NOW
3/7
অনন্য
4/7
লক্ষ্মীপুজো চারদিনের
5/7
লক্ষ্মী পুজোয় গ্রামে
6/7
ব্যবসায় প্রতিপত্তি
গ্রামের মানুষরা এখানকার লক্ষ্মী পুজো শুরুর পিছনে একাধিক কারণের কথা বলেন। তাঁদের মতে, পশ্চিম খালনা ও দক্ষিণ খালনার মানুষরা সোনা ও লোহার ব্যবসা করতেন। ব্যবসা করে যথেষ্ট প্রতিপত্তি করেন তাঁরা। তাই তাঁরা তাঁদের বাড়িতে লক্ষ্মীপুজো জাঁকজমক ভাবে করতে শুরু করেন। পরবর্তী সময়ে সেই সব পুজোই সার্বজনীনের রূপ নেয়।
7/7
বন্যাবন্ধের কামনা করে
photos