Balagarh: বাংলায় মির্জাপুর! লালার গাঁজা ক্ষেত বলাগড়ে?

Ganja farming in Hooghly: চাষের জমিতেই গাঁজা চাষ! কী চলছিল বলাগড়ে?

Jul 11, 2024, 19:08 PM IST
1/6

গাঁজা চাষ

Ganja farming

বিধান সরকার: এ যেন ঠিক মির্জাপুরের লালার বিশাল বিপুল গাঁজার ক্ষেত! হুগলির বলাগড়ে খোঁজ মিলল রমরমিয়ে গাঁজা চাষের।   

2/6

গাঁজা চাষ

Ganja farming

হুগলির বলাগড়ে গুপ্তিপাড়ার চরকৃষ্ণ বাটি গ্রাম পঞ্চায়েতের শক্তিপুর গ্রামে এই গাঁজা চাষ চলছিল। গাঁজা চাষ চলছিল চাষের জমিতেই!  

3/6

গাঁজা চাষ

Ganja farming

গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় বলাগড় থানার পুলিস। অভিযানের নেতৃত্ব দেন বলাগড় থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজকিরণ মুখোপাধ্যায়।  

4/6

গাঁজা চাষ

Ganja farming

শক্তিপুর গ্রামের গঙ্গার পাড় বরাবর নিরিবিলি জায়গায় অনেকটা এলাকা জুড়ে গোপনে চলছিল এই গাঁজা চাষ। আজ সেখানে হানা দিয়ে গাঁজা গাছ কেটে দেয় পুলিস।   

5/6

গাঁজা চাষ

Ganja farming

পুরো গাঁজা ক্ষেত নষ্ট করে দেয়। যদিও এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। গাঁজা চাষের সঙ্গে যুক্ত ব্যক্তিদের খোঁজ চালাচ্ছে পুলিস।   

6/6

গাঁজা চাষ

Ganja farming

পুলিস জানিয়েছে, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আগামী দিনেও এই ধরনের অভিযান আরও চালানো হবে।