Deadly Road Accident: বীভৎস মৃত্যু সংগীতশিল্পীর! রাস্তা থেকে গাড়ি সটান গিয়ে পড়ল খাদে...

Singer Larysa Jaye Died in a Deadly Car Accident: বিশ্ব জুড়ে নানা দিকে ভয়াবহ সব পথদুর্ঘটনা। মর্মান্তিক ভাবে মারা যাচ্ছেন সাধারণ মানুষ, পড়ুয়া থেকে শুরু করে শিল্পী বা বিশিষ্টজন।

| Dec 12, 2024, 14:56 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এই সপ্তাহটি যেন দুর্ঘটনার সপ্তাহ চলছে। বিশ্ব জুড়ে নানা দিকে ভয়াবহ সব পথদুর্ঘটনা ঘটছে। মর্মান্তিক ভাবে মারা যাচ্ছেন সাধারণ মানুষ, পড়ুয়া থেকে শুরু করে শিল্পী বা বিশিষ্টজন। এবার এক ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হলেন এক সংগীতশিল্পী। মাত্র চল্লিশেই তাঁর এই করুণ পরিণতি। শিল্পীর জন্য শোকার্ত গোটা দেশ। কে মারা গিয়েছেন?

1/6

ল্যারিসা জেই

মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংগীতশিল্পী ও গীতিকার ল্যারিসা জেই (৪০) সড়ক দুর্ঘটনায় মারা গেলেন।

2/6

গাড়ি খাদে

মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশভিলেতে এই দুর্ঘটনাটি ঘটেছে। শিল্পীর গাড়িটি খাদে পড়ে গিয়েছিল। মৃত্যু হয়েছে ল্যারিসার।

3/6

একমাত্র কৃষ্ণাঙ্গ নারী

ল্যারিসা জেই ন্যাশভিলের লোয়ার ব্রডওয়েতে প্রখ্যাত সংগীতশিল্পী জাস্টিন টিম্বারলকের টুয়েলভ থার্টি ক্লাবের একমাত্র কৃষ্ণাঙ্গ নারী ছিলেন।

4/6

নজিরসৃষ্টিকারী

ল্যারিসা জেই তাঁর কমিউনিটিতে খুবই বিশিষ্ট একটি নাম। প্রায় ৩০ হাজার শ্রোতার সামনে পারফর্ম করার বিরল নজির তিনি স্থাপন করেছিলেন খুব অল্প বয়সেই।

5/6

সুরে সুর

লরেন ডায়গল, ড্যানি গোকে, ক্য়ারি আন্ডারউড ও কেভিন ম্যাক্সের মতো শিল্পীদের সঙ্গে কাজ করেছেন ল্যারিসা জেই।

6/6

প্রতিভাময়ী

মাত্র ষোলো বছর বয়স থেকে তিনি 'ক্রিশ্চিয়ান মিউজিক' রচনা করে আসছেন। এবং প্রায় ওই বয়স থেকেই তিনি নিয়মিত রেকর্ডিংও করে আসছেন। 'বার্মিংহাম', 'জাস্ট লাইক দ্য়াট', 'দ্য থটস দ্যাট হ্যাপেন' তাঁর মনে রাখার মতো কাজ। তাঁর শেষতম 'আই ডোন্ট ডু লাভ' (মধ্য-সেপ্টেম্বরে রেকর্ড করা) যেন এখনও বাজছে শ্রোতার কানে!