Last Lunar Eclipse 2021: কালীপুজোর পরেই বছরের শেষ চন্দ্র গ্রহণ, কীভাবে কাটাবেন অশুভ প্রভাব?
রইল কার্যকরী টিপস।
1/6
চন্দ্র গ্রহণ (Lunar Eclipse)
2/6
কবে বছরের শেষ চন্দ্র গ্রহণ (Lunar Eclipse)?
photos
TRENDING NOW
3/6
কোথা থেকে দেখা যাবে চন্দ্র গ্রহণ (Lunar Eclipse)?
4/6
চন্দ্রগ্রহণের (Lunar Eclipse) সময়সীমা
5/6
কীভাবে গ্রহণের অশুভ প্রকোপ কাটাবেন?
শাস্ত্রে বলে, একমাত্র ভগবানের আশীর্বাদেই গ্রহণের (Eclipse) অশুভ প্রকোপ কাটতে পারে। সেজন্য গ্রহণের (Eclipse) সময় ভগবানের নাম করাই শ্রেয়। এছাড়া গ্রহণ নিয়ে মন্ত্র এবং রাহু-কেতুর মন্ত্র জপ করা উচিত। গ্রহণের পর চাল, ডাল, আটা ইত্যাদি খাদ্যসামগ্রী দান করা উচিত। বলা হয়, গ্রহণের (Eclipse) অশুভ প্রভাব কাটাতে সবচেয়ে বেশি কার্যকর 'হনুমান চল্লিশা', 'বিষ্ণু সহস্রনামা', 'দুর্গা চল্লিশা' এবং 'গীতা'।
6/6
কাদের জন্য এবারের চন্দ্র গ্রহণটি (Lunar Eclipse) গুরুত্বপূর্ণ?
photos