এমাসেই হবে ২০২০-র শেষ চন্দ্রগ্রহণ, জেনে নিন দিনক্ষণ

Nov 22, 2020, 15:23 PM IST
1/5

এবছরের শেষ চন্দ্রগ্রহণ হচ্ছে ৩০ নভেম্বর, সোমবার। এটি হবে উপচ্ছায়া চন্দ্রগ্রহণ।

2/5

গ্রহণ শুরু হবে ৩০ নভেম্বর বেলা ১.০৪ টায়। 

3/5

গ্রহণ সবচেয়ে ভালোভাবে দেখা যাবে বিকেল ৩.১৩টেতে।

4/5

গ্রহণ শেষ হবে বিকেল  ৫.২২-এ।

5/5

বিজ্ঞানীদের মতে, এটি হবে এ বছরের শেষ চন্দ্রগ্রহণ। এই গ্রহণ দেখা যাবে ভারত, অস্ট্রেলিয়া, আমেরিকা, প্রশান্ত মহাসাগরিয় অঞ্চল ও এসিয়ায় কিছু অংশ থেকে।