1/8
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/09/28/211127-lata12345678.jpg)
লতা মঙ্গেশ করের জন্মদিনে বিশেষ ভিডিয়ো পোস্ট করে বিগ বি অমিতাভ বচ্চন বলেছেন, 'কিছু সম্পর্ক রয়েছে যেগুলি হিসেব নিকেশের মধ্যেই পড়ে না। যিনি দিচ্ছেন তিনিও জানেন না তিনি কী দিচ্ছেন, আবার যাঁরা নিচ্ছেন তাঁরাও জানে না তাঁরা কী নিচ্ছে। এই সম্পর্ক কোনও গণনার মধ্যেই পড়ে। এর কোনও সীমাবদ্ধতাও নেই। এমন সম্পর্কে শুধু আদর, সম্মান, অনন্ত ভালোবাসা আর শ্রদ্ধা হয়। এই সম্পর্কের কোনও সংজ্ঞা হয় না। এই সম্পর্ক নিজের সংজ্ঞা নিজেই বানায়। আপনি এমনই এক চিরন্তন সম্পর্কের উদাহরণ। ' ''
2/8
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/09/28/211126-lata1234567.jpg)
৯০ বছরের জন্মদিনে সুর সম্রাজ্ঞীকে শ্রদ্ধা জানিয়ে বিশেষ ভিডিয়ো পোস্ট করেছেন সচিন তেন্ডুলকর। তাঁর কথায়, ''আমার ঠিক মনে নেই আপনার গান আমি কবে প্রথম শুনেছিলাম, হতে পারে মায়ের গর্ভে থাকার সময়ই আমি পনার গান প্রথমবার শুনেছিলাম। আর আমার জীবনে কোনওদিন এমন যায়নি, যেদিন আমি আপনার গান শুনি নি। আপনি আমার জন্য একটা বিশেষ গান গেয়েছিলেন 'তু যাঁহা যাঁহা চলেগা', শুধু গানই নয়, আপনি আমায় সন্তানের মতোই ভালোবাসা দিয়েছেন। আপনার থেকে পাওয়া আশীর্বাদ আমি কোনওদিনই ভুলব না।''
photos
TRENDING NOW
3/8
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/09/28/211124-lata123456.jpg)
5/8
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/09/28/211122-lata-1234.jpg)
6/8
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/09/28/211121-lata-123.jpg)
photos