রোববারে পেট্রল-ডিজেলের দর এক নজরে

Jul 29, 2018, 11:58 AM IST
1/8

Oil_1

Oil_1

প্রবল বর্ষাতেও জ্বালানি তেলের আগুন নিভল কি? গত সপ্তাহে পেট্রলের যা দর ছিল তার থেকে সামান্য কমেছে। কিন্তু রবিবারের বাজার দাম অপরিবর্তিতই থাকছে বলে ইন্ডিয়ান ওয়েল সূত্রে খবর।

2/8

Oil_2

Oil_2

সূত্রে খবর, শনিবার পর্যন্ত কলকাতায় পেট্রলের দাম ছিল ৭৯.০৫ টাকা। ডিজেলের দাম ৭০.৩৭ টাকা।

3/8

Oil_3

Oil_3

দিল্লিতে পেট্রলের দাম রয়েছে ৭৬.১৬ টাকা। ডিজেলের দাম- ৬৭.৬২ টাকা।

4/8

Oil_4

Oil_4

মুম্বইয়ে পেট্রলের দাম ৮৩.৬১টাকা। ডিজেলের দাম ৭১.৭৯টাকা।

5/8

Oil_5

Oil_5

চেন্নাইয়ে পেট্রলের দাম ৭৯.১১ টাকা। ডিজেলের দাম ৭১.৪১ টাকা।

6/8

Oil_6

Oil_6

রবিবারেও এই মেট্রো শহরগুলির জ্বালানি দর অপরিবর্তিত থাকছে। সকাল ৬টা থেকে অপরিবর্তিত রেট কার্যকর হয়েছে।

7/8

Oil_7

Oil_7

উল্লেখ্য, মে-জুনে আকাশ ছোঁয়া দামে পৌঁছয় জ্বালানির দর। কলকাতায় সে সময় পেট্রলের দাম ৮১ টাকায় পৌঁছয়।

8/8

Oil_8

Oil_8

জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় সমালোচনার মুখে পড়তে হয়ে কেন্দ্র সরকারকে। তড়িঘড়ি বৈঠক করে কেন্দ্রের তরফে জানানো হয়, এক মাসের মধ্যে ধীরে ধীরে কমানো হবে জ্বালানির দর।