নিজের বন্দুক দিয়েই আত্মঘাতী আইনজীবী, দমদমের আবাসন থেকে উদ্ধার দেহ

Jun 21, 2020, 23:50 PM IST
1/5

নিজের বন্দুক দিয়েই আত্মঘাতী হলেন বছর ৬৫-র আইনজীবী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দীর্ঘ ২৫ বছর ধরে দমদম মল রোডের এই অভিজাত আবাসনেই থাকতেন পেশায় সেলস ট্যাক্সের প্রাক্তন আইনজীবী বিজলিকান্ত ভট্টাচার্য।

2/5

পুলিস সূত্রে খবর, রবিবার বিকেল ৪টে নাগাদ নিজের বন্দুক দিয়েই আত্মঘাতী হন তিনি। জানা গিয়েছে, ঘটনা সময় ফ্ল্যাটেই ছিলেন তাঁর স্ত্রী ও কন্যা ছিলেন। ঘটনার সময়ে বন্দুকের আওয়াজ শুনে প্রতিবেশীরা ছুটে আসে।

3/5

এরপর তাঁরাই দমদম থানায় খবর দেন। দমদম থানার পুলিস এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কী কারণে আইনজীবী আত্মঘাতী হলেন তা খতিয়ে দেখা হচ্ছে।  

4/5

ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে দমদম থানার পুলিস। মৃতের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিজলিকান্ত ভট্টাচার্যের কোনও অবসাদ ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।    

5/5

আবাসনের অন্যান্য আবাসিকরা জানিয়েছেন, দু'দিন আগেই সকলের সঙ্গে স্বাভাবিকভাবেই কথা বলেছেন বিজলিকান্তবাবু। সে সময় কিছুই বুঝতে পরেননি বাকিরা। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া আবাসনে।