এখনও পর্যন্ত দেড় লাখ, শেষ নয়... আরও ছাঁটাই চলবে!

Mar 21, 2023, 19:09 PM IST
1/5

ছাঁটাই...ছাঁটাই...ছাঁটাই!

Layoff 2023 job cut

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এখনও পর্যন্ত দেড় লাখ, এতেই শেষ নয়। আরও আরও ছাঁটাই। চলবে। সবমিলিয়ে চাকরির বাজারে মন্দা। উদ্বেগের কালো মেঘ। 

2/5

ছাঁটাই...ছাঁটাই...ছাঁটাই!

Layoff 2023 job cut

পরিসংখ্যান বলেছ, চলতি বছর এখনও পর্যন্ত ৫০৩টি তথ্যপ্রযুক্তি সংস্থা দেড় লাখ কর্মীকে ছাঁটাই করেছে। শুধুমাত্র জানুয়ারি মাসেই ১ লাখ প্রযুক্তি কর্মী চাকরি হারিয়েছেন। 

3/5

ছাঁটাই...ছাঁটাই...ছাঁটাই!

Layoff 2023 job cut

আমাজন, মাইক্রোসফট, গুগল, সেলসফোর্স প্রভৃতি সংস্থা ব্যাপকভাবে ছাঁটাই করে। এখন আমাজন আরও ৯০০০ কর্মীকে ছাঁটাই করবে বলে শোনা যাচ্ছে। 

4/5

ছাঁটাই...ছাঁটাই...ছাঁটাই!

Layoff 2023 job cut

আমাজন ওয়েব সার্ভিস, টুইচ, বিজ্ঞাপন ও এইচআর বিভাগ থেকে কর্মী ছাঁটাই করবে আমাজন। অন্যদিকে, গত সপ্তাহেই মেটা ফাউন্ডার ও সিইও মার্ক জুকারবার্গ জানিয়েছেন, আগামী মাসগুলিতে আরও ১০ হাজার কর্মীকে ছাঁটাই করবে সংস্থা। 

5/5

ছাঁটাই...ছাঁটাই...ছাঁটাই!

Layoff 2023 job cut

এর আগে নভেম্বরে ১১ হাজার কর্মীকে ছাঁটাই করে মেটা। ছাঁটাইয়ের ফাঁসে গুগলও। ইতিমধ্যেই গুগল কর্মীরা একটি খোলা চিঠি দিয়েছেন সুন্দর পিচাইকে।