Sharmila Tagore Birthday: ছকভাঙা শর্মিলা, জন্মদিনে ফিরে দেখা সোনালি দিন

করিনা কাপুর খান ইন্সটাগ্রামে শর্মিলা ঠাকুরের ছবি পোস্ট করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।  

Dec 08, 2021, 11:07 AM IST

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শ্রদ্ধেয় অভিনেতা, শর্মিলা ঠাকুর বুধবার পা দিলেন ৭৭ বছরে। কলকাতার ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। শর্মিলা তার ক্যারিয়ার জুড়ে কিছু অসাধারণ অভিনয় করেছেন। শর্মিলার বিভিন্ন সিনেমার ক্লাসিক হিন্দি গানের মিউজিক এখনও অতীত যুগের জাদুকে ফিরিয়ে নিয়ে আসে।

1/5

প্রথম সিনেমা

first movie

১৯৫৯ সালে শর্মিলা ১৪ বছর বয়সে সত্যজিৎ রায়ের অপুর সংসার সিনেমায় প্রথম আত্মপ্রকাশ করেন। ১৯৬৪ সালে কাশ্মীর কি কালি দিয়ে হিন্দি সিনেমায় আত্মপ্রকাশ করেন তিনি।

2/5

ছকভাঙা শর্মিলা

somewhat different

বিখ্যাত ঠাকুর পরিবারের মেয়ে হয়েও শর্মিলা গত শতাব্দীর সত্তরের দশক শুরুর আগেই ছক ভাঙ্গা শুরু করে দেন। কেবলমাত্র সিনেমাতে অভিনয়ের ক্ষেত্রেই নয়, শর্মিলা প্রথা ভাঙেন ব্যক্তি জীবনেও। বিয়ে করেন ভারতীয় ক্রিকেটের আইকন মনসুর আলি খান পতৌদিকে। 

3/5

বিকিনিতে শর্মিলা

sharmila tagore in bikini

শক্তি সামন্তের ‘অ্যান ইভিনিং ইন প্যারিস’ ছবিটি  ১৯৬৭ সালে মুক্তি পাওয়ার পর রীতিমতো বিতর্কের সৃষ্টি হয়। সিনেমায় দেখা যায় বিকিনি পরে সমুদ্রে স্কি করছেন শর্মিলা। সেই প্রথম ট্যাবু ভেঙ্গে বিকিনি পরে রূপালী পর্দায় দেখা দিলেন কোনও নায়িকা।

4/5

টাইম পত্রিকার কভারে শর্মিলা

cover of time magazine

আরাধনা সিনেমার, রূপ-তেরা মস্তানা গানে, টু-পিসে ফোটো শ্যুট করেন শর্মিলা। হইচই ফেলে দেওয়া সেই ফটোশুট জায়গা করে নেয় বিখ্যাত টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে। টাইম ম্যাগাজিন শর্মিলাকে নিয়ে কভার স্টোরিও করে। 

5/5

বিখ্যাত সিনেমা

major movies

শর্মিলার বিখ্যাত বাংলা সিনেমাগুলির মধ্যে কয়েকটি হল, অপুর সংসার, অরন্যের দিনরাত্রি, দেবী, নায়ক, শেষ অঙ্ক, ছায়া সূর্য, নির্জন সৈকতে এবং অন্যান্য। এছাড়াও হিন্দি সিনেমাগুলির মধ্যে কয়েকটি হল, আরাধনা, কাশ্মির কি কলি, ওয়াক্ত, অনুপমা, মেরে হামদাম মেরে দোস্ত, সফর, অমর প্রেম, রাজারানি, দাগ সহ অন্যান্য সিনেমা।