অল্প স্বল্প মদ খেলে হার্ট অ্যাটাক থেকে মৃত্যুর ঝুঁকি কমবে, বলছে গবেষেণা
সুস্থ হৃদযন্ত্রের জন্য পুরুষদের ক্ষেত্রে ২ পেগ ও মহিলাদের ক্ষেত্রে ১ পেগ।
নিজস্ব প্রতিবেদন: হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে রেহাই পাবেন, যদি আপনি মাঝের মধ্যে অল্প বিস্তর অ্যালকহল খেয়ে থাকেন। এমনটাই জানাচ্ছে বিএমসি মেডিক্যাল জার্নাল।
1/5
মদ খেলে ঝুঁকি কম ৫০%?
2/5
সবটাই মানুষের স্বাস্থ্যের উপর নির্ভর
photos
TRENDING NOW
3/5
কখন ঝুঁকি বাড়তে থাকবে?
কিন্তু যদি প্রত্যেকদিন ১৫ গ্রামের ঊর্ধ্বে পৌঁছে যায় অ্যালকহল খাওয়ার পরিমাণ সেক্ষেত্রে ঝুঁকি ক্রমশ বাড়তে থাকবে। বিশেষজ্ঞ Chengyi Ding-র কথায়, "আমাদের অনুসন্ধানে দেখা গেছে যে অতিরিক্ত হার্ট অ্যাটাক, স্ট্রোক প্রতিরোধের জন্য সিভিডি (কার্ডিওভাসকুলার ডিজিজ )যুক্ত ব্যক্তিদের মদ্যপান বন্ধ করার প্রয়োজন নেই, তবে তারা তাঁদের সাপ্তাহিক অ্যালকহল গ্রহণ কমানোর জন্য ভাবনাচিন্তা করতে পারেন,"
4/5
5/5
ডাক্তারের পরামর্শ নিন
photos