WB Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝড়বৃষ্টির তাণ্ডব শুরু, তোলপাড় হবে এইসব জেলা

May 25, 2024, 15:40 PM IST
1/5

ঘূ্র্ণিঝড় রিমালের আতঙ্কে ত্রস্ত পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের একাংশ। ঝড়ের গতি হতে পারে ১০০ কিলোমিটার পর্যন্ত। এখনও রিমাল তৈরি হয়নি। গভীর নিম্নচাপ আকারে সেটি এখন অবস্থান করছে সাগর থেকে ৪৪০ কিলোমিটার দূরে। তার মধ্য়েই  রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। -তথ্য-অয়ন ঘোষাল  

2/5

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী হালকা থেকে মাঝারি বৃষ্টিকে ভিজতে পারে রাজ্যের কয়েকটি জেলা। -তথ্য-অয়ন ঘোষাল  

3/5

আবাহাওয়া দফতরের পূর্বাভাস হল আগামী ২-৩ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্র বিদ্যুত্ সহ ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়। -তথ্য-অয়ন ঘোষাল

4/5

পরিস্থিতি বিচার করে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ঝড়বৃষ্টির সময়ে মানুষজনকে নিরাপদ জায়গায় থাকার পরামর্শ দেওয়া হয়েছে। -তথ্য-অয়ন ঘোষাল

5/5

এদিকে, রিমাল তৈরি না হলেও তার প্রভাব পড়তে শুরু করেছে দীঘায়। সেখানে ইতিমধ্যেই জলচ্ছাস শুরু হয়েছে।-তথ্য-অয়ন ঘোষাল