Messi: ঘুচল অন্ধত্ব! দেখা মাত্রই জড়িয়ে ধরে, দৃষ্টিহীনকে দৃষ্টিদান মেসির

Dec 21, 2022, 18:25 PM IST
1/6

মেসির মহিমা!

Messi Brand Ambassador of Device designed for vision impaired 1

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফুটবলের জাদুকর বল পায়ে যে শুধু মাঠেই জাদু দেখান তা নয়, বিবিন্ন ধরনের সামাজিক কাজেও অংশ নেন মেসি। যারমধ্যে রয়েছে দৃষ্টিহীনকে দৃষ্টিদানও। বিষয়টি কী? খুলে বলা যাক-

2/6

দৃষ্টিহীনদের জন্য ডিভাইস

Messi Brand Ambassador of Device designed for vision impaired 2

অরক্যাম বলে একটি সংস্থা তৈরি করেছে একটি ছোট কিন্তু দুর্দান্ত ডিভাইস। যা চশমার সঙ্গে লাগিয়ে নিলে পরই দৃষ্টিহীনরা আমাদের মতই সবকিছু দেখতে ও করতে পারবেন।

3/6

চশমায় লাগাতে হয় এই ডিভাইস

Messi Brand Ambassador of Device designed for vision impaired 3

বিশেষ ধরনের চশমার সঙ্গে লাগানো এই বিশেষ ডিভাইসে রয়েছে ফেস রেকগনিশন ফিচার। যা কোনও মানুষকে চিনতে সাহায্য় করে। 

4/6

মানুষ চেনা থেকে বই পড়া এক ডিভাইসে-ই

Messi Brand Ambassador of Device designed for vision impaired 4

চিনতে পারে কোনও বস্তুকে, টাকার নোটকেও। পাশাপাশি এই ডিভাইস লাগিয়ে পড়া যায় বই, পেপারও।

5/6

AI দ্বারা পরিচালিত

Messi Brand Ambassador of Device designed for vision impaired 5

অরক্যাম মাইআই বলে এই ডিভাইসটি ইজরায়েলি প্রযুক্তিতে তৈরি। AI বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স দ্বারা পরিচালিত।

6/6

ব্র্যান্ড অ্যাম্বাসাডর মেসি

Messi Brand Ambassador of Device designed for vision impaired 6

অসামান্য এই ডিভাইসটিরই ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন লিওনেল মেসি। মেসি বলেন, 'এটা সত্যিই আশ্চর্যের যে একটা ছোট্ট ডিভাইস কী অসাধারণ কাজ করতে পারে!'