T20 World Cup: ওমানের মাঠ দেখে মোহিত Sourav Ganguly, দেখে নিন বিশ্বকাপের সবকটি মাঠ

| Jul 17, 2021, 16:20 PM IST
1/6

মাসকাটে আসন্ন টি-২০ বিশ্বকাপের ড্র ঘোষণা হয়ে গিয়েছে। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহ-র উপস্থিতিতেই আইসিসি-র অস্থায়ী সিইও জিওফ অ্যালারডাইস গ্রুপ বিন্যাসের ঘোষণা করেন। সৌরভ-জয়রা টি-২০ বিশ্বকাপের ট্রফি নিয়ে ওমান ক্রিকেট অ্যাকাডেমি গ্রাউন্ডে দাঁড়িয়েই ফটোসেশন করেন। সেই ছবি সৌরভ ইনস্টাগ্রামে পোস্ট করে লেখেন, "এই প্রথম ওমানে বিশ্বকাপের আয়োজন হচ্ছে। প্রথমবার ওমানের অসাধারণ মাঠ দেখলাম।" এবার বিশ্বকাপের আয়োজক দেশ ভারত। কিন্তু করোনা আবহে টুর্নামেন্ট ভারত থেকে স্থানান্তরিত হয়েছে মরুদেশে। সংযুক্ত আরব আমিরশাহী ছাড়াও এবার খেলা হবে ওমানে। ক্রিকেটের শো-পিস ইভেন্টের জন্য বেছে নেওয়া হয়েছে মোট চারটি ভেন্যু। ছবিতে দেখুন বিশ্বকাপের সবকটি ভেন্যু।  

2/6

নৈশালোকে দুবাই ইন্টারন্য়াশনাল স্টেডিয়াম (আইপিএলের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এখানে)

3/6

আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়াম (এখানেও অনুষ্ঠিত হয়েছে আইপিএল)  

4/6

শারজা স্টেডিয়াম

5/6

ওমান ক্রিকেট অ্যাকাডেমি গ্রাউন্ড

6/6

আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে কুড়ি ওভারের শো-পিস ইভেন্ট। শেষ ১৪ নভেম্বর। আইসিসি যে গ্রুপ বিন্যাস করেছে সেখানে গ্রুপ টু-তে ভারত,পাকিস্তানের সঙ্গে রয়েছে আফগানিস্তান ও নিউজিল্যান্ড। অন্যদিকে গ্রুপ ওয়ানে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ রয়েছে।