৩০ বছর পর চ্যাম্পিয়ন; সামাজিক দূরত্বের নিয়ম শিকেয় তুলে অ্যানফিল্ডে লাল উচ্ছ্বাস

Jun 26, 2020, 13:34 PM IST
1/5

তিন দশকের অপেক্ষার অবসান। ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল। ১৯৯০ সালের পর খেতাব জিতল রেডসরা।

2/5

বৃহস্পতিবার রাতে চেলসির ঘরের মাঠে ম্যাঞ্চেস্টার সিটি ১-২ গোলে হারতেই লিভারপুল চ্যাম্পিয়ন হয়ে যায়। উচ্ছ্বাস শুরু হয়ে যায় লিভারপুল শিবিরে।

3/5

করোনা আবহের মধ্যেও সামাজিক দূরত্বের নিয়ম শিকেয় তুলে লিভারপুলের হোম গ্রাউন্ড অ্যানফিল্ডে বাঁধন ছাড়া উচ্ছ্বাসে মাতেন লিভারপুল সমর্থকরা।

4/5

সাত ম্যাচ বাকি থাকতে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে তখন অ্যানফিল্ডের রাস্তায় জনজোয়ার।

5/5

স্বপ্নপূরণের রাত লিভারপুল সমর্থকদের। তাই তো গভীর রাত অবধি চলে সেলিব্রেশন।