লকডাউনের মধ্যে সোমবার থেকে কী খুলছে; কোন জায়গায় মিলবে ছাড়, জেনে নিন

Apr 19, 2020, 20:13 PM IST
1/7

1

1

করোনা মোকাবিলায় দ্বিতীয়দফায় আগামী ৩ মে পর্যন্ত চলবে লকডাউন। কেন্দ্র আগেই জানিয়েছিল, ২০ এপ্রিলের পর পরিস্থিতি বুঝে কিছু কাজকর্মের জন্য লকডাউনে ছাড় দেওয়া হতে পারে। শনিবার কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ টুইট করে জানিয়েছেন সেরকমই বেশকিছু বিষয়। তবে সংক্রমিত এলাকার ক্ষেত্রে এই ছাড় মিলবে না। স্বাস্থ্য পরিষেবা সবটাই খুলে যাবে।

2/7

2

2

কৃষি কাজের জন্য মিলবে ছাড়। মাছ ধরার কাজ করতে পারবেন মত্সজীবীরা। চা, কফি, রবার বাগানে কাজ করা যাবে।

3/7

3

3

আর্থিক ক্ষেত্রের সবকিছু খোলা থাকবে। খুলবে এটিএম। সোশ্যাল সেক্টরে কাজ হবে। সোশ্যাল ডিসট্যানসিং বজায় রেখে মনরেগা-র কাজ করা যাবে।

4/7

4

4

পণ্য ওঠানো নামানো করা যাবে। নিত্যপ্রয়োজনীয় পণ্য চলাচলে বাধা থাকবে না। অনলাইন শিক্ষা, দূরশিক্ষা চালু করা যাবে।

5/7

5

5

 বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠান খোলা যাবে। এর মধ্য রয়েছে মিডিয়া, ডিটিএইচ, ই-কমার্স কোম্পানির নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি। হোটেল, ক্যুরিয়র সার্ভিস, হোম স্টে, লজ।

6/7

6

6

নির্মাণ শিল্পে কাজ করতে পারবেন শ্রমিকরা। সরকারি ও বেসরকারি শিল্পে কাজ করা যাবে।

7/7

7

7

জরুরি পরিষেবার জন্য বেসরকারি গাড়ি, ওষুধের গাড়ি চালাচল করবে। কেন্দ্র, রাজ্য সরকারের অফিস খোলা থাকবে।