Omicron threat: ফের লকডাউন? ২৭ জেলায় বাড়ছে কোভিড

Dec 11, 2021, 18:36 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন : ওমিক্রন নিয়ে উদ্বেগের মধ্যেই ফের মাথাচাড়া দিয়ে উঠল লকডাউন প্রসঙ্গ। ২৭ জেলায় বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে কি আবার লকডাউন ঘোষণা করতে চলেছে কেন্দ্র?

2/5

ইতিমধ্যেই উঁকি দিচ্ছে সেই প্রশ্ন। লকডাউন নিয়ে ছড়িয়েছে জল্পনাও। প্রসঙ্গত, কোভিডের সংক্রমণ রুখতে ইতিমধ্যেই ওই জেলাগুলিতে আরও কিছু বিধিনিষেধ আরোপের পরামর্শ দিয়েছে কেন্দ্র। একইসঙ্গে রয়েছে রাত্রিকালীন কারফিউ জারির প্রস্তাবও। 

3/5

উল্লেখ্য, গত ২ সপ্তাহে মোট ১০ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ওই জেলাগুলিতে বেড়েছে কোভিডের সংক্রমণ। ওই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্যসচিবকে লেখা চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ ওই জেলাগুলিতে কড়া নজরদারি চালানোর কথা লিখেছেন। 

4/5

রাজেশ ভূষণ লিখেছেন, অতিমারীর বিরুদ্ধে লড়াইয়ে একটা পর্যায়ে এসে পৌঁছেছে দেশ। সারা দেশে মোটের উপর এখন কোভিড আক্রান্তের গ্রাফ নিম্নমুখী। কিন্তু ৩ রাজ্যের ৮ জেলা থেকে গত ২ সপ্তাহে ১০ শতাংশের উপর সংক্রমণের রিপোর্ট এসেছে। 

5/5

এছাড়া আরও ৭ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ১৯ জেলায় সংক্রমণের হার গত ২ সপ্তাহ ধরে ৫ থেকে ১০ শতাংশ রয়েছে। অর্থাত্ সব মিলিয়ে নজরে এখন ২৭ জেলা।