নিজস্ব প্রতিবেদন : ওমিক্রন নিয়ে উদ্বেগের মধ্যেই ফের মাথাচাড়া দিয়ে উঠল লকডাউন প্রসঙ্গ। ২৭ জেলায় বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে কি আবার লকডাউন ঘোষণা করতে চলেছে কেন্দ্র?
2/5
ইতিমধ্যেই উঁকি দিচ্ছে সেই প্রশ্ন। লকডাউন নিয়ে ছড়িয়েছে জল্পনাও। প্রসঙ্গত, কোভিডের সংক্রমণ রুখতে ইতিমধ্যেই ওই জেলাগুলিতে আরও কিছু বিধিনিষেধ আরোপের পরামর্শ দিয়েছে কেন্দ্র। একইসঙ্গে রয়েছে রাত্রিকালীন কারফিউ জারির প্রস্তাবও।
photos
TRENDING NOW
3/5
উল্লেখ্য, গত ২ সপ্তাহে মোট ১০ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ওই জেলাগুলিতে বেড়েছে কোভিডের সংক্রমণ। ওই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্যসচিবকে লেখা চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ ওই জেলাগুলিতে কড়া নজরদারি চালানোর কথা লিখেছেন।
4/5
রাজেশ ভূষণ লিখেছেন, অতিমারীর বিরুদ্ধে লড়াইয়ে একটা পর্যায়ে এসে পৌঁছেছে দেশ। সারা দেশে মোটের উপর এখন কোভিড আক্রান্তের গ্রাফ নিম্নমুখী। কিন্তু ৩ রাজ্যের ৮ জেলা থেকে গত ২ সপ্তাহে ১০ শতাংশের উপর সংক্রমণের রিপোর্ট এসেছে।
5/5
এছাড়া আরও ৭ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ১৯ জেলায় সংক্রমণের হার গত ২ সপ্তাহ ধরে ৫ থেকে ১০ শতাংশ রয়েছে। অর্থাত্ সব মিলিয়ে নজরে এখন ২৭ জেলা।