লকডাউনে কী ভাবে সুস্থ থাকবেন, পথ দেখাতে ভার্চুয়াল স্বাস্থ্য পরিষেবায় Google

| Apr 12, 2020, 21:22 PM IST
1/5

ভার্চুয়াল স্বাস্থ্য পরিষেবায় Google

ভার্চুয়াল স্বাস্থ্য পরিষেবায় Google

বিশ্বব্যাপী লকডাউন অব্যাহত। বাড়তে পারে লকডাউনের মেয়াদও। এই পরিস্থিতিতে অনেকরই রুটিন চেকআপে ভাটা পড়েছে। দেখা করা যাচ্ছে না চিকিৎসকদের সঙ্গেও।

2/5

ভার্চুয়াল স্বাস্থ্য পরিষেবায় Google

ভার্চুয়াল স্বাস্থ্য পরিষেবায় Google

এই পরিস্থিতিতে সুস্থ থাকতে কাজে লাগাতেই পারেন Google-এর ভার্চুয়াল স্বাস্থ্য পরিষেবা। জানা গিয়েছে, আগামী সপ্তাহের মধ্যেই চালু হচ্ছে একঝাঁক নতুন ফিচার।

3/5

ভার্চুয়াল স্বাস্থ্য পরিষেবায় Google

ভার্চুয়াল স্বাস্থ্য পরিষেবায় Google

অফিসিয়াল ব্লগের নোট, স্থানীয় স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী, হাসপাতাল বা একাধিক টেলি হেলথ প্ল্যাটফর্ম-সহ ভার্চুয়াল স্বাস্থ্য পরিষেবার সুলুক সন্ধান দিতে Google মানচিত্রে দুটি নতুন বৈশিষ্ট্য যুক্ত করা হচ্ছে।

4/5

ভার্চুয়াল স্বাস্থ্য পরিষেবায় Google

ভার্চুয়াল স্বাস্থ্য পরিষেবায় Google

যেমন, Google-এর 'get online care' লিঙ্কে গিয়ে দেখে নেওয়া যাবে, ভার্চুয়াল স্বাস্থ্য পরামর্শের জন্য কোন চিকিৎসক কোথায় রয়েছেন।

5/5

ভার্চুয়াল স্বাস্থ্য পরিষেবায় Google

ভার্চুয়াল স্বাস্থ্য পরিষেবায় Google

ভার্চুয়াল পরামর্শ বা ভার্চুয়াল ভিজিটের সময় নির্ধারণের জন্য অংশগ্রহণকারী স্বাস্থ্য পরিষেবা কর্মীদের সন্ধান দেবে Google-এর নতুন ফিচার। জানা গিয়েছে, Google-এর এই ভার্চুয়াল পরিষেবা প্রথম চালু হচ্ছে আমেরিকায়।