লোকসভা নির্বাচনের শেষ দফায় ভোট পড়ল ৬৪.২৬ শতাংশ

May 20, 2019, 06:57 AM IST
1/7

s 7

s 7

লোকসভা নির্বাচনের শেষ দফায় ভোট পড়ল ৬৪.২৬ শতাংশ। রবিবার শেষ হওয়া শেষ দফায় ভোটগ্রহণ করা হয় দেশের ৫৯ আসনে।

2/7

s 6

s 6

২০১৪ সালের লোকসভা নির্বাচনে সর্বোচ্চ ভোট পড়েছিল ৬৬.৪০ শতাংশ। এবার প্রথম ৬ দফায় গড়ে ভোট পড়ে ৬৭.৩৪ শতাংশ।

3/7

S 5

S 5

এবার লোকসভা নির্বাচনে ৫৪২ আসনের লোকসভার জন্য লড়াইয়ে ছিলেন ৮,০০০ প্রার্থী।

4/7

S 4

S 4

শেষ দফায় লড়াই করেছেন ৯১৮ প্রার্থী। এদের মধ্যে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

5/7

S 3

S 3

এই দফায় ভোট হয়েছে পঞ্জাব, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড ও চণ্ডীগড়ে। পশ্চিমবঙ্গে ছিল ৯ আসনে নির্বাচন।

6/7

S 2

S 2

এবার পঞ্জাবের ১৩ আসনে ভোট পড়েছে ৫৯ শতাংশ। চণ্ডীগড়ে পড়েছে ৬৪ শতাংশ।

7/7

s 1

s 1

মধ্যপ্রদেশের ৮ আসনে ভোট পড়েছে ৭১.১৫ শতাংশ। বিহারে ৫৩.৫৫ শতাংশ। হিমাচলপ্রদেশ-৬৯.৭৩ শতাংশ, উত্তরপ্রদেশ-৫৭.৮৬ শতাংশ, পশ্চিমবঙ্গ-৭৩.৫১ শতাংশ, ঝাড়খণ্ড-৭১.১৬ শতাংশ, ছণ্ডীগড়-৬৩.৫৭ শতাংশ।