লোকসভায় এনডিএর আসন সাড়ে তিনশো পার করে গিয়েছে। এর পরও নাম না করে গুজরাট থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপি সভাপতি অমিত শা।
2/5
S 4
রবিবার গুজরাটে এক সভায় জনতার উদ্দেশ্য অমিত শাহ বলেন, রাজ্যে ২৬ আসন জয়ের পরই নরেন্দ্রভাই গুজরাটে এসেছেন। একবার খুব জোরে জয় শ্রীরাম বলুন। এত জোরে যেন পশ্চিমবঙ্গ পর্যন্ত সেই শব্দ শোনা যায়।
photos
TRENDING NOW
3/5
S 3
লোকসভা নির্বাচনের সময়ে জয় শ্রীরাম ধ্বনি দেওয়া নিয়ে একটি বিতর্ক হয়। অভিযোগ, জয় শ্রীরাম ধ্বনি দেওয়ার জন্য কিছু বিজেপি সমর্থকদের দিকে তেড়ে যান মমতা। তাদের গ্রেফতারও করা হয়।
4/5
S 2
লোকসভা নির্বাচনের প্রচারে বারেবারে বিভিন্ন ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন অমিত। তার মধ্যে একটি ছিল এই রামভক্তদের অপমান করার চেষ্টা করছেন মমতা।
5/5
s 1
উল্লেখ্য, আগামী ৩০ মে শপথ নেবেন নরেন্দ্র মোদী। আজ তিনি বারাণসীতে একটি সভা করবেন। গতকাল ছিল গুজরাটে। তাঁর সঙ্গে ছিলেন অমিত শাহ-ও।