ত্রিবেণী সঙ্গমে পুজো দিয়ে ৩ দিনের ‘গঙ্গা যাত্রা’ শুরু করলেন প্রিয়ঙ্কা

Mar 18, 2019, 11:34 AM IST
1/5

S 5

S 5

লোকসভা নির্বাচনে পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্ব পেয়েছেন প্রিয়ঙ্কা গান্ধী। যোগী আদিত্যনাথ দাবি করেছেন, প্রিয়ঙ্কার প্রচার উত্তরপ্রদেশে কোনও প্রভাব ফেলবে না। কিন্তু ভোটারদের টানতে কোনও চেষ্টাই বাকী রাখছেন না প্রিয়ঙ্কা।

2/5

S 4

S 4

ভোটের মুখে প্রয়াগে সাফাই কর্মীদের পা ধুইয়ে প্রচারের আলো টেনে নেন মোদী। এবার অনেকটা সেভাবেই শুরু করলেন কংগ্রেস সাধারণ সম্পাদকও। সোমবার ত্রিবেণী সঙ্গমে পুজো দিয়ে ‘গঙ্গা যাত্রা’ শুরু করলেন প্রিয়ঙ্কা গান্ধী। দলের প্রচারে প্রয়াগরাজ থেকে বরাণসী পর্যন্ত ১৪০ কিলোমিটার পথ অতিক্রম করবেন রাজীব তনয়া।

3/5

S 3

S 3

টানা দিন দিন ধরে চলবে প্রিয়ঙ্কার গঙ্গা যাত্রা। যাবেন প্রয়াগরাজের ছটনাগ থেকে বারাণসীর অসি ঘাট পর্যন্ত যাবেন। যাত্রাপথে ছাত্রদের সঙ্গে চলবে ‘বোট পে চর্চা’।

4/5

S 2

S 2

সোমবার সকালে সমর্থকদের নিয়ে প্রয়াগরাজের বড়ে হনুমান মন্দিরে পুজো দেন প্রিয়ঙ্কা।

5/5

s 1

s 1

প্রয়াগরাজ থেকে বারাণসী পর্যন্ত ১৪০ কিলোমিটার পথ প্রিয়ঙ্কা যাবেন একটি স্টিমারে। সেই স্টিমারটিকে মুড়ে ফেলা হয়েছে কংগ্রেসের পতাকায়।