শিখ বিরোধী হিংসা নিয়ে মন্তব্যের জন্য পিত্রোদাকে ক্ষমা চাইতে হবে, সাফ জানালেন রাহুল

May 11, 2019, 06:53 AM IST
1/5

S 5

S 5

১৯৮৪ সালের শিখ বিরোধী হিংসা নিয়ে মন্তব্য করার জন্য কংগ্রেস নেতা স্যাম পিত্রোদাকে একহাত নিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

2/5

S 4

S 4

উল্লেখ্য, ইন্দিরা গান্ধীর হত্যার পর দিল্লিতে যে শিখ বিরোধী হিংসা হয়েছিল তা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন পিত্রোদা। ওই ঘটনা নিয়ে সমালোচনার উত্তরে পিত্রোদা বলেন, ‘হয়েছে তো কী হয়েছে’। এনিয়ে পিত্রোদাকে বিঁধতে শুরু করেছে রাজনৈতিক মহল। পঞ্জাবের মুখ্যমন্ত্রী বলেন, পিত্রোদার মন্তব্য আপত্তিজনক। অন্যদিকে প্রধানমন্ত্রী বলেন, এই হল কংগ্রেসের চরিত্র।

3/5

S 3

S 3

স্যাম পিত্রোদার মন্তব্য নিয়ে রাহুল গান্ধী এক ফেসবুক পোস্টে লেখেন, পিত্রোদা যা বলেছেন তা সম্পূর্ণ অপ্রসাঙ্গিক ও অনভিপ্রেত। এনিয়ে আমি নিজে ওর সঙ্গে কথা বলব। ওই মন্তব্যের জন্য পিত্রোদাকে ক্ষমা চাইতে হবে।

4/5

S 2

S 2

রাহুল তাঁর পোস্টে লেখেন, ১৯৮৪ সালের দাঙ্গায় যারা জড়িত তাদের কঠিন শাস্তি হওয়া উচিত। এনিয়ে কংগ্রেস অনেক আগেই তার অবস্থান স্পষ্ট করেছে। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং গোটা ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন। সোনিয়াজিও ক্ষমা চেয়েছেন। ওই ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটা উচিত নয়।

5/5

s 1

s 1

এদিকে পিত্রোদা জানিয়েছেন তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। যা আমি বলতে চেয়েছিলাম তা হল এগিয়ে চলা উচিত। বিজেপি সরকার কী বলেছিল আর কী করতে পেরেছে সেরকম বহু ইস্যু রয়েছে। সেসব নিয়েই আলোচনা করা হোক।