রীতি মেনে ওয়াইনাডের বিখ্যাত থিরুনেল্লি মন্দিরে পুজো দিলেন রাহুল গান্ধী

Apr 17, 2019, 15:18 PM IST
1/5

S 5

S 5

ওয়াইনাডের সঙ্গে রাজীব গান্ধীর একটি স্মৃতি জড়িয়ে রয়েছে। সেই জন্যই ওয়াইনাডকে বেছে নেন রাহুল।

2/5

S 4

S 4

ওয়াইনাডের সঙ্গে রাজীব গান্ধীর একটি স্মৃতি জড়িয়ে রয়েছে। সেই জন্যই ওয়াইনাডকে বেছে নেন রাহুল।

3/5

S 3

S 3

১৯৯১ সালে ওয়াইনাডে আনা হয় প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর চিতাভষ্ম। থিরুনেল্লির বিষ্ণু মন্দিরকে ছুঁয়ে গিয়েছে একটি নদী। নাম পাপনাশিনী। সেই নদীতেই রাজীবের চিতাভষ্ম ভাসিয়ে দেওয়া হয়।

4/5

S 2

S 2

কেরলে কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি ভেণুগোপাল বলেন, মন্দিরের পুরোহিতের নির্দেশ মতো ইন্দিরা গান্ধী ও পুলওয়ামা জঙ্গি হামলায় শহিদের জন্য পুজো দেন রাহুল গান্ধী। গতবার যখন ওয়াইনাডে আসেন তখন নিরাপত্তার কারণে থিরুনেল্লি মন্দিরে যেতে পারেননি রাহুল।

5/5

s 1

s 1

পাপনাশিনী নদীর যে জায়গায় রাজীবের চিতাভষ্ম জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল সেখানে যান রাহুল। এর জন্য থিরুনেল্লি মন্দির থেকে পাহাড়ি রাস্তায় ৭০০ মিটার হেঁটে যেতে হয় তাঁকে।