ছুটি কাটানোর জন্য নৌসেনার যুদ্ধজাহাজ ব্যবহার করেননি রাজীব, মোদীর দাবি ওড়ালেন প্রাক্তন ভাইস অ্যাডমিরাল

May 10, 2019, 06:52 AM IST
1/5

S 5

S 5

নৌ বাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস বিরাট-কে ছুটি কাটানোর জন্য ব্যবহার করেননি প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাবি উড়িয়ে সংবাদমাধ্যমকে এমনটাই জানালেন প্রাক্তন ভাইস অ্যাডমিরাল বিনোদ পাসরিচা।

2/5

S 4

S 4

নরেন্দ্র মোদীর দাবি মতো ১৯৮৭ সালের ডিসেম্বর মাসে লক্ষ্যদ্বীপে ছুটি কাটাতে যান রাজীব গান্ধী। তাঁর সঙ্গে ছিলেন তাঁর শ্বশুরবাড়ির লোকজন। কিন্তু ভাইস অ্যাডমিরাল পাসরিচার দাবি, রাজীব সেবার লক্ষ্যদ্বীপে গিয়েছিলেন সরকারি সফরে। রাজীবের শ্বশুরবাড়ির লোকজন সেখানে ছিলেন না। প্রসঙ্গত, পাসরিচাই ছিলেন ওই জাহাজের দায়িত্বে।

3/5

S 3

S 3

পাসরিচার দাবি, লক্ষ্যদ্বীপ ডেভলপমেন্ট অথরিটির সঙ্গে একটি বৈঠক ছিল রাজীবের। তাঁর সঙ্গে ছিলেন, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও বেশ কয়েকজন আইপিএস অফিসার।

4/5

S 2

S 2

প্রাক্তন অ্যাডমিরালের দাবি, রাজীব ত্রিবান্দ্র্রম থেকে কপ্টারে এসেছিলেন আইএনএস বিরাট-এ। লক্ষ্যদ্বীপের ৩টি দ্বীপ তিনি ঘুরে দেখেন। পাশাপাশি বেশ কয়েকটি মিটিংও করেন।

5/5

s 1

s 1

১৯৮৭ সালের ওই সফরে রাজীব গান্ধীর সঙ্গে ছিলেন নৌবাহিনীর পশ্চিম বহরের প্রধান অ্যাডমিরাল এল রামদাস। মোদীর দাবি প্রসঙ্গে রামদাস বলেন,  ওরকম কিছু ঘটেনি।